বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ডের ৩২ তম বাের্ড সভার সিদ্ধান্ত ও অর্থ বিভাগের সম্মতি অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ১০,০০০/-(দশ হাজার) টাকার স্থলে ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকায় পুন:নির্ধারণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
সচিবালয় অধিশাখা
নং-০৫.০০.০০০০.১২২,৯৯.০১৪.২১,১৫ তারিখঃ ২৭ জানুয়ারি,২০২২।
প্রজ্ঞাপন
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ডের ৩২ তম বাের্ড সভার সিদ্ধান্ত ও অর্থ বিভাগের সম্মতি অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ১০,০০০/-(দশ হাজার) টাকার স্থলে ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকায় পুন:নির্ধারণ করা হলাে।
০২। উক্ত অনুদানের ব্যয়ভার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ডের অনুকূলে বরাদ্দকৃত প্রচলিত বাজেট কোড থেকে নির্বাহ করা হবে।
০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
নাঈমা হােসেন
উপসচিব
ফোন: ৯৫৪৬৪৬৫
সরকারি কর্মচারীর দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ৩০,০০০/- টাকায় পুন:নির্ধারণ ২০২২: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: এটি পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয়?
উত্তর: মাসিক কল্যাণ ভাতা, অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ও এককালীন আর্থিক অনুদানের আবেদন এক ফরমে অনলাইনেই দাখিল করা যায়। চাইলে পৃথকভাবে একটির জন্যও আবেদন করা যায়।