সরকারি কর্মচারীগণ তাদের মূল বেতন হতে সর্বনিম্ন ১% এবং সর্বোচ্চ ১৫০ টাকা প্রতি মাসে কর্তন করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে জমা দিয়ে থাকেন। প্রতি মাসে ১৫০ টাকা করে কর্তন করলে বছরে ১৮০০ টাকা কর্তন করে থাকেন। যদি ৫ বছর এভাবে ১০০ জন কর্মচারী কল্যাণ তহবিলে ১৫০ টাকা কর্তন করে তবে ১৫০*১২*৫*১০০ = ৯,০০,০০০ টাকা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডকে দিয়ে থাকে।

প্রথমত http://eservice.bkkb.gov.bd/ লিংকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে।

দ্বিতীয়ত Dashboard এ গিয়ে চিকিৎসা আবেদন ট্যাবে ক্লিক করতে হবে। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

আবেদন করার নিয়মাবলীঃ

  • ১) বর্ষপঞ্জি অনুযায়ী বছরে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করা যায়;
  • ২) বর্ষপঞ্জি অনুযায়ী চিকিৎসার ২(দুই) বছরের মধ্যে আবেদন করা যাবে;
  • ৩) কর্মচারীর অবসর/মৃত্যুর পর তাঁর বয়স ৬৭ বছর পর্যন্ত এ সাহায্য দেয়া হয়;
  • ৪) আবেদনের সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ ক) ডাক্তারী ব্যবস্থাপত্রের সত্যায়িত কপি (অফিস প্রধান/ সংশ্লিষ্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক); খ) ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের মূল ভাউচার; গ) ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক বা হাসপাতালের মূল ছাড়পত্র; ঘ) ভাই/বোন বা পিতা/মাতার ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়নপত্র; ঙ) খরচের হিসাব বিবরণী (কর্মচারীর স্বাক্ষর সহ); চ) জাতীয় বেতনস্কেল, ২০১৫-এ বেতননির্ধারণ ফরমের ভেরিফিকেশন নম্বরের জন্য বেতননির্ধারণ ফরমের ফটোকপি।
  • ৫) আবেদন ফরম www.bkkb.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে/ পূরণকৃত ফরম প্রয়োজনীয় কাগজপত্র

নিন্মবর্ণিত অফিসসমূহে জমা দেয়া যাবে

  • ক) ঢাকা মহানগরীর ক্ষেত্রেঃ মহাপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , জনপ্রশাসন মন্ত্রণালয়, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (১১ তলা), সেগুনবাগিচা, ঢাকা।
  • খ) ঢাকা বিভাগের ক্ষেত্রেঃ উপপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , বিভাগীয় কার্যালয়, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (৩য় তলা), সেগুনবাগিচা, ঢাকা।
  • গ) চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রেঃ উপপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , বিভাগীয় সরকারি কার্য ভবন-১, আগ্রাবাদ, চট্টগ্রাম।
  • ঘ) রাজশাহী বিভাগের ক্ষেত্রেঃ উপপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , বিভাগীয় কার্যালয়, রাজশাহী।
  • ঙ) খুলনা বিভাগের ক্ষেত্রেঃ উপপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , বিভাগীয় কার্যালয়, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়, বয়রা, খুলনা।
  • চ) বরিশাল বিভাগের ক্ষেত্রেঃ উপপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , বিভাগীয় কার্যালয়, কশিপুর, বরিশাল।
  • ছ) সিলেট বিভাগের ক্ষেত্রেঃ উপপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , বিভাগীয় কার্যালয়, আলমপুর, সিলেট।

কর্মচারির তথ্য

  • কর্মচারির কর্মরত বিভাগ *
  • কর্মচারির কর্মরত জেলা *
  • কর্মচারির কর্মরত উপজেলা
  • কর্মচারির নাম(বাংলায়) *
  • কর্মচারির নাম (ইংরেজিতে) *
  • কর্মচারির পিতা / স্বামীর নাম (বাংলায়) *
  • কর্মচারির পিতা / স্বামীর নাম (ইংরেজিতে) *
  • কর্মচারির পদবী(বাংলায়) *
  • কর্মচারির পদবী (ইংরেজিতে)*
  • কর্মচারির অফিসের নাম ও ঠিকানা(বাংলায়) *
  • কর্মচারির অফিসের নাম ও ঠিকানা (ইংরেজিতে)*
  • কর্মচারির জন্ম তারিখ*
  • কর্মচারির জাতীয় পরিচয় পত্র নম্বর *
  • কর্মচারির মোবাইল ফোন নম্বর* +৮৮
  • কর্মচারির জাতীয় বেতনস্কেল ২০১৫-এ বেতননির্ধারণ ফরমের ভেরিফিকেশন নং*

ব্যাংক হিসাবের তথ্য

  • ব্যাংকের নাম*
  • নির্বাচন করুন
  • জেলার নাম *
  • নির্বাচন করুন
  • শাখার নাম *
  • নির্বাচন করুন
  • শাখার কোড নম্বর*
  • শাখার রাউটিং নম্বর*
  • ব্যাংক হিসাব নম্বর *

হাসপাতাল/ক্লিনিক এ ভর্তি তথ্য

  • রোগের নাম *
  • রোগীর সাথে কর্মচারির সম্পর্ক *
  • নির্বাচন করুন
  • সন্তান প্রসবের ক্ষেত্রে অস্ত্রোপচার করা হলে তা কত তম
  • নির্বাচন করুন
  • হাসপাতাল/ক্লিনিক এ ভর্তি থাকলে তার নাম
  • মোট খরচের পরিমাণ (ইংরেজিতে)*

কর্মচারির অফিস প্রধানের তথ্য

  • অফিস প্রধানের নাম*
  • অফিস প্রধানের পদবি*
  • অফিস প্রধানের টেলিফোন / মোবাইল ফোন নম্বর *
  • অফিস প্রধানের ইমেইল

সংযুক্তি

  • ডাক্তারি ব্যাবস্থাপত্রের সত্যায়িত কপি*[সংযুক্তি JPG, JPEG, PNG, PDF ফরম্যাটে হতে হবে, সর্বোচ্চ সাইজ ২ MB]No file chosen
  • ব্যাবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের মূল ভাউচার*[সংযুক্তি JPG, JPEG, PNG, PDF ফরম্যাটে হতে হবে, সর্বোচ্চ সাইজ ২ MB]No file chosen
  •  ক্লিনিক বা হাস্পাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক বা হাস্পাতালের মূল ছাড়পত্র[সংযুক্তি JPG, JPEG, PNG, PDF ফরম্যাটে হতে হবে, সর্বোচ্চ সাইজ ২ MB]No file chosen
  • ভাই / বোন বা পিতা / মাতার ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়ন পত্র[সংযুক্তি JPG, JPEG, PNG, PDF ফরম্যাটে হতে হবে, সর্বোচ্চ সাইজ ২ MB]No file chosen
  • খরচের হিসাব বিবরণী – কর্মচারির সাক্ষরসহ*[সংযুক্তি JPG, JPEG, PNG, PDF ফরম্যাটে হতে হবে, সর্বোচ্চ সাইজ ২ MB]

উপরোক্ত তথ্যগুলো ইনপুট করে আবেদন সংরক্ষণ ও প্রিন্ট করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদন ফরম প্রিন্ট করার পর কর্তৃপক্ষের স্বাক্ষর ও সীলসহ ফরমের স্ক্যান কপি সংযুক্ত করে আবেদন ফাইনাল সাবমিট করুন

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

2 thoughts on “অনলাইনে সাধারণ চিকিৎসা সহায়তার জন্য আবেদন ২০২১

  • AMAR DIBETICS, URICASID, LIVER SAMASHSA ACHE

  • নির্ধারিত ফরমে কর্মচারী কল্যাণ বোর্ডে আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *