জ্যেষ্ঠতার সাধারণ নীতিমালা– জ্যেষ্ঠতার সাধারণ নীতিমালা জারীর সময় ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৩য় শ্রেণির পদে পদোন্নতি প্রদানের কোন বিধান ছিল না। যার কারণে এখানে ৪র্থ শ্রেণির কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণের বিষয়টি উল্লেখ হয় নি। কিন্তু সংস্থাপন মন্ত্রণালয়ের স্মারক নং ইডি/রেড-১/এস-২৫/৮০-৯৭(২৫০) তারিখ: ২৪/১২/১৯৮০ খৃ: এর মর্মানুসারে বিভিন্ন নিয়োগ বিধিতে ৪র্থ শ্রেণির পদ হতে ৩য় শ্রেণির পদে পদোন্নতির বিধান সন্নিবেশিত করার কারণে ৪র্থ শ্রেণির কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণেরও প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ অবস্থার প্রেক্ষিতে ৪র্থ শ্রেণির কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রেও এই নীতিমালার প্রয়োগে কোন বাধা নাই।

যদি কোন ব্যক্তি একই পদে এডহক ভিত্তিতে ইতোমধ্যে অধিষ্ঠিত হয়ে থাকেন, তাহলে তার জ্যেষ্ঠতা সরকারি কর্ম কমিশনের সুপারিশের তারিখ হতে গণনা করা হবে। (বি) যদি কোন ব্যক্তি একই পদে এডহক ভিত্তিতে ইতোমধ্যে অধিষ্ঠিত না হয়ে থাকেন, তাহলে তার জ্যেষ্ঠতা সরকারি কর্ম কমিশনের সুপারিশকৃত হয়ে তার পদে যোগদানের তারিখ হতে গণনা করা হবে।

নির্দিষ্ট কোন চাকুরী বা পদের জন্য জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত পৃথক কোন বিধিমালা, নীতি বা নিদের্শনা থাকলে তাই প্রযোজ্য হবে। অবশ্য ঐ বিধিমালা, নীতি বা নির্দেশনা সংস্থাপন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হতে হবে। আরো উল্লেখ্য যে, উক্ত বিধিমালা, নীতি বা নির্দেশনায় উল্লেখিত নাই, এমন বিষয়ে জ্যেষ্ঠতার সাধারণ নীতিমালার বিধান অনুসরণ করতে হবে।

জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা ২০১১ / জ্যেষ্ঠতা নীতিমালা দেখে নিন

গেজেট, পরিপত্র ও নীতিমালা অনুসারে জ্যেষ্ঠতা নির্ধারিত হয়

নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা ২০১১

জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা ২০১১ । অন্যান্য জ্যেষ্ঠতা নীতিমালা

  1. জ্যৈষ্ঠতা নির্ধারণের সাধারণ নীতিমালা PDF ডাউনলোড
  2. জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা PDF ডাউনলোড করুন
  3. জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা pdf । নিয়োগ জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা
  4. আত্মীকৃত কর্মচারীর প্রথম পদে যোগদান কাল হতে জ্যেষ্ঠতা PDF Download
  5. জ্যেষ্ঠতার সাধারণ নীতিমালা । সরাসরি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা নির্ধারণের নিয়ম
  6. বাংলাদেশ সিভিল সার্ভিস (জ্যেষ্ঠতা) বিধিমালা, ১৯৮৩ ও সংশোধনীসমূহ ডাউনলোড
  7. জ্যেষ্ঠতার সাধারণ নীতিমালা ডাউনলোড
  8. বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র বিষয়ক) জ্যেষ্ঠতা বিধিমালা, ১৯৮৩ ও সংশোধনীসমূহ ডাউনলোড
  9. সরকারী কর্মচারী (মুক্তিযোদ্ধাদের জ্যেষ্ঠতা) বিধিমালা, ১৯৭৯ ও সংশোধনীসমূহ ডাউনলোড
  10. উদ্বৃত্ত কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত নির্দেশাবলী ডাউনলোড

জ্যেষ্ঠতার প্রধান নীতি দুটি কি?

জ্যেষ্ঠতার প্রাথমিক নীতিমালা – প্রথমত মেধাতালিকা অনুসারে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়। যদি মেধা তালিকা না তাকে তবে সর্বপ্রথম যোগদান অনুসারে জ্যেষ্ঠতা তৈরি করা হয়। যোগদান অনুসারে জ্যেষ্ঠতা তালিকা নির্ধারণ করা সম্ভব না হলে বয়সের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়। একই ক্যালেন্ডার ইয়ারে আগে যোগদানকারীগণ কনিষ্ঠ হয় যদি একই পদে পরে পদোন্নতি পান তারাই জ্যেষ্ঠ হবে। জৈষ্ঠতা নির্ণয়ের সাধারণ কিছু নীতিমালা থাকে বিস্তারিত জানতে উপরের তালিকার নীতিমালা দেখুন।