শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২৩৩ জন সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকা-কে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে (৬ষ্ঠ গ্রেডে) প্রধান শিক্ষক/ প্রধান শিক্ষিকা/ জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। ৯ম গ্রেড হতে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৩টি গ্রেড উন্নীত হয় একটি মাত্র পদোন্নতির মাধ্যমেই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
বিভাগ সরকারি মাধ্যমিক-১ শাখা
স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.১২.০০৩.২১ তারিখ: ০৯ জুন , ২০২২
প্রজ্ঞাপন
৯ম গ্রেডে কর্মরত নিম্নবর্ণিত সহকারী প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষিকা/সহকারী জেলা শিক্ষা অফিসারগণকে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে (৬ষ্ঠ গ্রেডে) প্রধান শিক্ষক। প্রধান শিক্ষিকা/ জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি প্রদান পূর্বক তাঁদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলাে:
সর্বমোট ২৩৩ জনের পদোন্নতি প্রদান করা হয়েছে।
০২। এই প্রজ্ঞাপন জারির পূর্বে উপরিউক্ত কোন শিক্ষক/কর্মকর্তা অবসরােত্তর ছুটিতে গমন/মূত্যুবরণ করে থাকলে তার/তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযােজ্য হবে না;
০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
মােঃ আবু বকর ছিদ্দীক
সচিব
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকাকে ৬ষ্ঠ গ্রেডে প্রধান শিক্ষক/ শিক্ষিকা পদে পদোন্নতির প্রজ্ঞাপন ২০২২ : ডাউনলোড
Not good