জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ [বাংলা ও ইংলিশ ভার্সন)

সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তণ: ১) এই বিধমালা সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯ নামে অভিহিত হইবে। ইহা ১ জুলাই ১৯৭৯ হইতে বলবৎ রয়েছে। GPF Check । নতুন নিয়মে জিপিএফ চেক করার পদ্ধতি ২০২২

  • সংজ্ঞা
  • তহবিল সংরক্ষণ
  • তহবিলে যোগদানের যোগ্যতা
  • চাঁদা দাতা
  • মনোনয়ন
  • চাঁদা দাতার হিসাব
  • চাঁদা দাতার হিসাব
  • চাঁদা দাতার শর্তাদি
  • চাঁদার হার
  • প্রেষণ ইত্যাদিতে থাকা চাঁদা দাতা তহবিলের বিধিসমূহের আওতাধীন থাকিবে
  • চাঁদা আদায়
  • জমার উপর সুদ
  • তহবিল হইতে অগ্রিম মঞ্জুরকারী কর্তৃপক্ষ
  • অগ্রিমের উদ্দেশ্য
  • অগ্রিমের পরিমাণ
  • গৃহ নির্মাণ অগ্রিম
  • অগ্রিম ও উহার সুদ আদায়
  • বিমার পলিসিতে পরিশোধ
  • বিমা পলিসি পরিশোধের বিষয়ে হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তুষ্ট হইবেন

সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯-ইংলিশ ও বাংলা ভার্সন : ডাউনলোড

GPF, সাধারণ ভবিষ্য তহবিলের সংক্ষিপ্ত, হল এক প্রকার PPF (পাবলিক প্রভিডেন্ট ফান্ড) অ্যাকাউন্ট যা শুধুমাত্র ভারতে সরকারি কর্মচারীদের জন্য উপলব্ধ । একটি GPF অ্যাকাউন্টের মাধ্যমে, সমস্ত সরকারি কর্মচারী সাধারণ ভবিষ্য তহবিলে তাদের বেতনের একটি নির্দিষ্ট শতাংশ অবদান রাখতে পারেন। GPF & CPF Profit Rate 2022-23 । চলতি অর্থ বছরও সর্বোচ্চ ১৩% মুনাফা প্রযোজ্য হইবে

জিপিএফ কি (GPF) জিপিএফ হচ্ছে General Provident Fund এর সংক্ষিপ্ত রুপ যার বাংলা অর্থ সাধারণ ভবিষ্য তহবিল। সরকারি চাকরীতে যে সকল চাকরীজীবি রাজস্ব খাত হতে বেতন পান তাদের মাসিক বেতন হতে একটি নির্দিষ্ট অংশ কর্তন করে জমা করা হয়। চাকরি শেষে, মোট জমাকৃত অর্থ ও তার উপর নির্দিষ্ট হারে সুদসহ পরিশোধ করা হয়।

জিপিএফ কি (GPF) জিপিএফ হচ্ছে General Provident Fund এর সংক্ষিপ্ত রুপ যার বাংলা অর্থ সাধারণ ভবিষ্য তহবিল। সরকারি চাকরীতে যে সকল চাকরীজীবি রাজস্ব খাত হতে বেতন পান তাদের মাসিক বেতন হতে একটি নির্দিষ্ট অংশ কর্তন করে জমা করা হয়। চাকরি শেষে, মোট জমাকৃত অর্থ ও তার উপর নির্দিষ্ট হারে সুদসহ পরিশোধ করা হয়।

জিপিএফ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ১৪টি প্রশ্নের উত্তর।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *