সরকারি পুরুষ কর্মচারীর মৃত্যুর পর তাঁর স্ত্রী ও প্রতিবন্ধী সন্তান আজীবন পেনশন পাবেন। এক্ষেত্রে নিম্ন বিষয় গুলো অতিরিক্ত তথ্য হিসাবে যুক্ত করা হলো:
- স্ত্রী অসুস্থ্য থাকাকালীন সুস্থ্য সন্তানকে/অন্য কাউকে ক্ষমতা প্রদান করা যায়।
- স্ত্রী মারা গেলেই কেবল প্রতিবন্ধী সন্তানের নামে পেনশন নির্ধারণ করা যায়।
- নিচের প্রজ্ঞাপনটি দেখুন।
স্বামীর মৃত্যুর পর তাঁর স্ত্রী ও প্রতিবন্ধী সন্তান আজীবন পেনশন পাবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ পরিপত্র ও পত্রগুলি দেখুন: ডাউনলোড
আমি একজন প্রতিবন্ধী, আমার পিতা রেলওয়ে পেনশন ভুক্ত কর্মচারী চিলেন, বর্তমানে আমার পিতা মারা যাওয়ায় পর আমি প্রতিবন্ধী হিসাবে পেনশন চালু করতে পারছি না, অফিসে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার পেনশন ফাইলটি আটকিয়ে রেখেছে কিভাবে ফাইলটি অনুমোদন করব
পেনশন হেল্প ডেক্সে যোগাযোগ করুন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করুন। প্রয়োজনে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট হেল্প লাইনে +880 9609 000 555 কল করুন।