হজ্জ করার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ মেনে চলতে হয়। হজ্জ করার সর্বনিম্ন বয়স যেমন ১৮ বছর ঠিক বর্তমানে সর্বোচ্চ বয়সও নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ করতে ইচ্ছুক ব্যক্তিদের দুরারোগ্য কোনো অসুখ থাকা যাবে না। তাঁদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে অর্থাৎ ৬৫ বছরের বেশি বয়সীদের কোভিড জনিত কারণে হজ্জ করার সুযোগ গত বছর হতেই বাতিল করা হয়েছে। হজ্জ সংক্রান্ত বিধি নিষেধ জানতে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ দেখুন এবং হজ্জে যাওয়ার পূর্বে জাতীয় হজ ও ওমরাহ্ নীতি ২০১৯ (১৪৪০ হিজরি) ভাল করে পড়ে নিন।
প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
হজ-১ শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা
স্মারক নং-১৬.০০.০০০০.০০৩.০৭.০০১.২১, ৬৪১ তারিখ : ২৯ এপ্রিল ২০২২
বিষয়: হজযাত্রীদের বয়সসীমা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।
সুত্রঃ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি নম্বর- ১৬.০০.০০০০.০০৩.৪০.০০১.২১-৩৩৭, তারিখঃ ২৮.০৪.২০২২
উপযুক্ত বিষয়ে ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, ১৪৪৩ হিজরি/ ২০২২ সনের হজে ৬৫ বছর (পাসপাের্ট অনুযায়ী শাঁদের জন্ম তারিখ ১ জুলাই ১৯৫৭ খ্রিষ্টাব্দ এবং পরবর্তী) এর কম বয়সী ব্যক্তিই কেবল হজ পালনের জন্য যােগ্য বলে বিবেচিত হবেন। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরােধ করা হলাে।
০২। বিষয়টি অতি জরুরি।
আবুল কাশেম মুহাম্মদ শাহীন
উপসচিব
ফোন: +৮৮-০২-৫৫১০১১১৮
হজযাত্রীদের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ নির্ধারণ ২০২২ : ডাউনলোড