৩য় ও ৪র্থ শ্রেণির (সাধারণ মহিলা) কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী গ্রীষ্মকালীন পােশাক-পরিচ্ছদের অংশ হিসাবে ব্লাউজ ও পেটিকোট (সেলাইকৃত) সরবরাহকরণ কাজের কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার/প্রতিষ্ঠান জয় এন্টারপ্রাইজ সিএএবি’র সদর দপ্তর প্রশাসন স্টোরে কর্মচারীদের মাপ অনুযায়ী ব্লাউজ ও পেটিকোট (সেলাইকৃত) সরবরাহ করেছে। সরবরাহকৃত ব্লাউজ ও পেটিকোট (সেলাইকৃত) প্রাপ্যতা অনুযায়ী সিএএবি’র সকল দপ্তর, ইউনিট, বিমানবন্দরসমূহে কর্মরত স্থায়ী ৩য় ও ৪র্থ শ্রেণির (সাধারণ মহিলা) কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী বিতরণ করা প্রয়ােজন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-১২২৯
নথি নং-৩০.৩১.০০০০.২১১.৩২.৬১৫.২০.২৮৭ তারিখ: ২১/১২/২০২১ খ্রিঃ।
বিজ্ঞপ্তি
অত্র কর্তৃপক্ষের ৩য় ও ৪র্থ শ্রেণির (সাধারণ মহিলা) কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী গ্রীষ্মকালীন পােশাক-পরিচ্ছদের অংশ হিসাবে ব্লাউজ ও পেটিকোট (সেলাইকৃত) সরবরাহকরণ কাজের কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার/প্রতিষ্ঠান জয় এন্টারপ্রাইজ সিএএবি’র সদর দপ্তর প্রশাসন স্টোরে কর্মচারীদের মাপ অনুযায়ী ব্লাউজ ও পেটিকোট (সেলাইকৃত) সরবরাহ করেছে। সরবরাহকৃত ব্লাউজ ও পেটিকোট (সেলাইকৃত) প্রাপ্যতা অনুযায়ী সিএএবি’র সকল দপ্তর, ইউনিট, বিমানবন্দরসমূহে কর্মরত স্থায়ী ৩য় ও ৪র্থ শ্রেণির (সাধারণ মহিলা) কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী বিতরণ করা প্রয়ােজন। এ লক্ষ্যে ব্লাউজ ও পেটিকোট গ্রহণের নমুনা ফরম প্রস্তুত করা হয়েছে।
২.০ ১লা জুলাই ২০২০ হতে ৩০ জুন ২০২১ এর মধ্যে যে সকল কর্মকর্তা ও কর্মচারী (প্রাপ্যতা অনুযায়ী) পিআরএল গমন করেছেন তারা ব্লাউজ ও পেটিকোট প্রাপ্য হবেন এবং পিআরএল গমনকারী ৩য় ও ৪র্থ শ্রেণির সাধারণ মহিলা কর্মচারী পিআরএল গমনের অফিস আদেশ সংযুক্ত করবেন।
৩.০ এমতাবস্থায়, সদর দপ্তরের ব্লাউজ ও পেটিকোট গ্রহণের নমুনা ফরম, সিএ-২৬০ ফরম পূরণপূর্বক ঢাকাস্থ বিভিন্ন বিভাগের স্টোর ইউনিট এবং ঢাকার বাইরের প্রত্যেক বিমানবন্দর হতে প্রাপ্যতা অনুযায়ী সংশ্লিষ্ট শাখায় কর্মরত ৩য় ও ৪ক্কোর্থ শ্রেণির সাধারণ মহিলা কর্মচারীদের নামের তালিকাসহ আগামী ০৩(তিন) দিনের মধ্যে সদর দপ্তর প্রশাসন ষ্টোরে একজন প্রতিনিধি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
সংযুক্তি ব্লাউজ ও পেটিকোট গ্রহণের নমুনা ফরম।
(মােহাম্মদ আবিদুল ইসলাম)
সহকারি পরিচালক (প্রশাসন)
সিএএবি, সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা
৩য় ও ৪র্থ শ্রেণির (সাধারণ মহিলা) কর্মচারীদের পােশাক-পরিচ্ছদের প্রাপ্যতা: ডাউনলোড
বি:দ্র: এটি শুধুমাত্র বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য।
কাস্টমস এবং ভ্যাটে একজন সিপাই, ড্রাইভার বা সাব ইন্সপেক্টর এর পোশাকের প্রাপ্যতা কতটুকু দয়া করে জানাবেন…??
১৭-২০ গ্রেড প্রতিবছর জুতামোজা ছাতা পাবেন। ২ বছর অন্তর অন্তর পোষাক পাবেন সকল পোষাক। সবার ক্ষেত্রেই প্রযোজ্য।