সরকারি চাকরি কেবল শুরু হয়েছে এমন অবস্থায় মারা গেলে সাধারণত পেনশন পাওয়া যায় না। চাকরি স্থায়ীকরণ এবং ৫ বছর চাকরি শেষ হওয়ার আগে মারা গেলে পেনশন পাওয়া যায় না-সরকারি পেনশনযোগ্য চাকরিকাল ২০২৪
অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত ১৪-১০-২০১৫ তারিখের ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৫-৮১ নং প্রজ্ঞাপনের (ক) নং অনুচ্ছেদে পেনশনযোগ্য চাকরিকাল এবং পেনশনের পরিমাণ সংক্রান্ত টেবিরের নিচে প্রদত্ত ব্যাখ্যা নিম্নরুপভাবে প্রতিস্থাপিত করা হয়েছে। ৫-২৪ বছরের পেনশনযোগ্য চাকরিকালের পেনশন কেবল নিম্নোক্ত ক্ষেত্রেপ্রাপ্য হবেন: বিএসআর পার্ট-১ এর সেকশন-৪ (বিধি-৩৩৭ ও ৩৩৮) অনুযায়ী যে কোন পেনমনযোগ্য চাকরির নিয়মিত অবসানে-
- একজন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা বিএসআর পার্ট-১ সেকশন-৩ (বিধি-৩২১) অনুযায়ী সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড দ্বারা (শারীরিক ও মানসিক বৈকল্যের কারণ) স্থায়ীভাবে অক্ষম ষোষিত হলে।
- স্থায়ীপদ বিলুপ্তি কারনে ছাটাই হলে।
- অন্য পদে আত্মীকরণ করা না হলে।
- সরকার বা নিয়োগকারী কর্তৃক গৃহীত বিচারিক বা বিভাগীয় কার্যক্রম নিষ্পন্ন হলে তাকে পেনশন ও অন্যান্য সুবিধাদি প্রদান উক্তরুপ কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হলে।
৫-২৪ বছরের পেনশনযোগ্য চাকরিকালের পেনশন প্রাপ্তির শর্ত সংক্রান্ত প্রজ্ঞাপন আরও বিস্তারিত জানতে অর্থমন্ত্রণালয়ের লিংক দেখুন: ডাউনলোড
প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে ১৮ বছর পূর্ণ হওয়ার দেড় মাস আগেই চাকরিতে নিয়োগ দেয়া হয়েছিল। তিনি এখন অবসরে যাবেন। তাঁর পেনশন কিভাবে নির্ধারণ হবে? রুলস্ কি?
ঐ সময়ের অর্থ ফেরত দিতে হবে। ১৮ বছর পূর্ণ হওয়ার পর পেনশন কাল গণ্য হবে।