প্রধানমন্ত্রীর কার্যালয় আগামী ২৬/০৪/২০২০ তারিখ হতে সরকারি দাপ্তরিক সময়সূচী অনুযায়ী যথারীতি খোলা থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক/ প্রকল্প পরিচালক এব সকল উইংয়ের সম পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন। মহাপরিচালক/ উইং প্রধানগণ পর্যালোচনাপূর্বক নিজ নিজ উইং এর সাপোর্ট স্টাফের দৈনিক উপস্থিতি সংখ্যা নির্ধারণ করবেন এবং তা উইং/ শাখার কর্মরত স্টাফের শতকরা ২৫ (পচিঁশ) ভাগের বেশি না হওয়াই বাঞ্চনীয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধান মন্ত্রীর কার্যালয়
পুরাতন সংসদ ভবন, ঢাকা।
পদ সংখ্যা: ০৩.০০.২৬৯০.০৮২.৪৬.০১৩.২০২০.১৯৮; তারিখ: ২৩/০৪/২০২০
বিজ্ঞপ্তি
বিষয়: অফিস খোলা সংক্রান্ত।
নির্দেশক্রমে জানানো যাচেছ যে, প্রধানমন্ত্রীর কার্যালয় আগামী ২৬/০৪/২০২০ তারিখ হতে সরকারি দাপ্তরিক সময়সূচী অনুযায়ী যথারীতি খোলা থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক/ প্রকল্প পরিচালক এব সকল উইংয়ের সম পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন। মহাপরিচালক/ উইং প্রধানগণ পর্যালোচনাপূর্বক নিজ নিজ উইং এর সাপোর্ট স্টাফের দৈনিক উপস্থিতি সংখ্যা নির্ধারণ করবেন এবং তা উইং/ শাখার কর্মরত স্টাফের শতকরা ২৫ (পচিঁশ) ভাগের বেশি না হওয়াই বাঞ্চনীয়।
০২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।
(মো: আহসান কিবরিয়া সিদ্দিক)
পরিচালক (প্রশাসন)
ফোন: ০২৫৫০২৯৪৩৫
অফিস খোলা অবস্থায় সাপোর্ট স্টাফ উপস্থিতি ২৫ ভাগের বেশি নয় সংক্রান্ত বিজ্ঞপি: ডাউনলোড