ঈদ বোনাস I নববর্ষ । দূর্গাপূজা

১০ এপ্রিল চাকরি ছাড়লে বা চূড়ান্ত অবসরে গেলেও নববর্ষ ভাতা পাবেন।

আগামী ১৪২৩ বঙ্গাব্দ হতে ‘বাংলা নববর্ষ ভাতা’ প্রবর্তিত হবে; জাতীয় বেতনস্কেলের আওতাভূক্ত সকল সরকারী কর্মচারী (সামরিক/বেসামরিক) প্রতিবছর মার্চ মাসে আহরিত মূল বেতনের ২০% হারে ‘বাংলা নববর্ষ ভাতা‘ প্রাপ্য হবেন;

সারসংক্ষেপ:

  • এপ্রিল মাসের ১০ তারিখে চাকরি ছেড়ে দিলে বা চূড়ান্ত অবসর গ্রহণ করলেও যদি নববর্ষ ভাতা উক্ত ব্যক্তি কর্মরত থাকাকালীন অবস্থায় ক্যাশ করা হয় তাকে বাদ দেওয়ার অবকাশ নাই।
  • মার্চ মাসের আহরিত বেতনের ২০% পূর্ণ হারেই তিনি বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হইবেন।


এপ্রিল চাকরি ছাড়লে বা চূড়ান্ত অবসরে গেলেও নববর্ষ ভাতা পাবেন এ সংক্রান্ত আদেশ টি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

4 thoughts on “১০ এপ্রিল চাকরি ছাড়লে বা চূড়ান্ত অবসরে গেলেও নববর্ষ ভাতা পাবেন।

  • স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অবসর গ্রহণ (পি আর এল )৭/৪/২০২৪ তারিখ শেষ হলে বৈশাখি ভাতা প্রাপ্যতার আদেশ আছে কি?

  • পিআরএল শুরুর পূর্বে বেশাখী ভাতা বিতরণ করলে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *