অবসর উত্তর ছুটিকালে বার্ষিক বেতন বৃদ্ধি ২০২৪ । পিআরএল চলাকালীন কি কোন ইনক্রিমেন্ট পাওয়া যায়?
অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং এম, এফ/অ:বি: (বিধি-১) ৩পি-৬৩/৮৭/৬৬, তারিখ: ২৭ নভেম্বর, ১৯৮৮ অনুসারে ১ জুলাই, ১৯৮৮ তারিখের পরে যাহারা অবসর গ্রহণ করিয়াছেন বা করিবেন তাঁহাদের অবসর গ্রহণের তারিখে “Emoluments” এর সহিত অবসর উত্তর ছুটিকাল বাৎসরিক বর্ধিত বেতন (যদি থাকে) যোগ করিয়া পেনশন নির্ধারণ করিতে হইবে। তবে অবসর উত্তর ছুটিকাল Leave Salary চলতি বিধি/সরকারী আদেশানুযায়ী অপরিবর্তিত থাকিবে।
- সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ২০২৫ । গত ২৪ ঘন্টায় সরকারি চাকরি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত কি?
- নতুন প্রশিক্ষণ দৈনিক ভাতা পরিপত্র ২০২৫ । সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের প্রশিক্ষণ ভাতা কি বৃদ্ধি পেয়েছে?
- Betting Exchanges Are Changing Sports Gambling Forever
- বিশ্বের সরকারি বেতন স্কেল ২০২৫ । পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে বাংলাদেশের বেতন কাঠামো কি সবচেয়ে নিম্নমানের?
- উপসচিব পদে পদায়ন/বদলি প্রজ্ঞাপন ২০২৫। বিভিন্ন দপ্তরে ডিএস পদে পরিবর্তন আনা হয়েছে?
সুতরাং দেখা যাচ্ছে যে, অবসর উত্তর ছুটিকালে প্রাপ্য বার্ষিকব বেতন বৃদ্ধি কেবল পেনশন নির্ধারণের জন্যই যোগ হইবে। emolument /noun/ লাভ; সুবিধা; বেতন ; দক্ষিণা; পরিভৃতি leave salary ছুটির বেতন।
পিআরএল কালীন কি স্বাভাবিক ইনক্রিমেন্ট পাবে না? না। সবাই যেমন প্রতি বছর ইনক্রিমেন্ট পায় তিনি পাবেন না। না। ছুটিতে থাকলে Incremet দেওয়ার বিধান নেই; P.R.L(Post Retireme Leave/অবসর উত্তর ছুটি) হলো ছুটি সেহেতু lncrement পাওয়ার সুযোগ থাকে না ।ঐ ছুটি কালীন lncrement টি পেনশন ও আনুতোষিক নির্ধারনের সময় যুক্ত করা হয়।
100% Pension Surrender । পেনশন নির্ধারণের সময় উক্ত ইনক্রিমেন্ট ধরে হিসাব করা হবে
প্রশ্নোত্তর:
- প্রশ্ন: PRL এ থাকাকালীন কি বার্ষিক বেতন বৃদ্ধি হবে?
- উত্তর: না। হবে না। তবে পেনশন নির্ধারনের সময় একটি ইনক্রিমেন্ট যোগ করে পেনশন নির্ধারন করা হবে।
২০২৪ সালে কর্মচারী জুলাই মাসে পিআরএল চলাকালীন বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্তির পর বর্ধিত বেতনের কি প্রনোদনা পাবেন ?
পিআরএল চলাকালীন বার্ষিক বেতন বৃদ্ধি হবে না। ৫% প্রনোদনা পিআরএলকালীন চলবে।
১৭তম গ্রেডের একজন সরকারি কর্মচারী ০৫/০৫২০২৪ ইংরেজি তারিখে পিআরএল এ গমন করে ছুটি নগদায়নের টাকা উত্তোলন করে,আর্থিক অভাবে তার সন্তানের জটিল রোগে আক্রান্ত হওয়ার কারনে, প্রথমে তাকে কি কি পদ্বতিতে এবং আগামী ০১/০৮/২০২৪ ইংরেজি তারিখে চুড়ান্ত অবসরে যেতে প্রয়োজন বিধায়, তাঁর ইএলপিসি দাখিল করার প্রয়োজন হবে কি না এবং সে আনুতোষিক ও পেনশন তুলতে একটা ইনক্রিমেন্ট যুক্ত করে চুড়ান্ত পেনশন উত্তোলন করতে পারবেন কি না? এ-ই বিষয়ে কি কি পদ্ধতিতে চুড়ান্ত পেনশনের কাগজ পত্রাদি প্রয়োজন আছে।
ইনক্রিমেন্টের সিলিং এ পৌছে থাকলে ইনক্রিমেন্ট পাবেন না। পৌছে না থাকলে ইনক্রিমেন্ট সহ পেনশন নিধারণ হবে। https://bdservicerules.info/%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A7%9F/