আয়কর রিটার্ন ফরম pdf– আয়কর রিটার্ণ ফর্ম পূরণের জন্য ট্যাক্স এডভোকেট রয়েছে। ৫-১০ হাজার টাকা ফি নিয়ে ট্যাক্স এডভোকেট আপনার ফর্ম পূরণ করে দিবে। আয়কর হিসাব সঠিকভাবে করে দিবে। যদি আয়কর রিটার্ণ দাখিলের পর অডিট আপত্তি এড়াতে চান তবে দক্ষ ও অভিজ্ঞা সম্পন্ন ব্যক্তির মাধ্যমে অথবা ট্যাক্স এডভোকেটের মাধ্যমে রিটার্ণ ফর্ম পূরণ করে জমা দিতে হবে। চাকুরিজীবীর পূরণকৃত আয়কর দাখিলের নমুনা ফরম।

নিজের রিটার্ণ ফর্ম নিজে পূরণ করা যাবে না? যাবে। আয়কর রিটার্ন ফরম ব্যক্তি করদাতার জন্য নির্ধারিত রয়েছে সেটি আপনি নিজেই পূরণ করতে পারবেন। তবে সেজন্য আপনাকে বেশ পড়াশুনা করতে হবে কারণ আয়কর রিটার্ণ প্রস্তুতি বেশ কিছু শর্ত, টার্মস এন্ড নিয়মাবলী রয়েছে তা আপনাকে জানতে হবে। এজন্য আপনি আয়কর নির্দেশিকা ২০২২-২৩ । আয়কর রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা  ভাল করে পড়ে নিন।

ব্যক্তি আয়কর ফরমের ৭ম পৃষ্ঠায় ভরণপোষণ এবং ব্যক্তি জীবন ধারায় যে ব্যয়গুলো নির্বাহ হয় তা উল্লেখ করতে হবে। যদি এ ব্যয় স্বল্প পরিসরে হয় তবে আপনি মোট খরচ একবারেও দেখিয়ে দিতে পারেন। তবে মোট ব্যয় যদি বেশি হয় তবে তা ভেঙ্গে ভেঙ্গে দেখাতে হবে। প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতাকে তার আয়কর রিটার্নের সাথে বিধি নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী দাখিল করতে হবে। আয়কর রিটার্ণ ফর্ম পূরণ ২০২২ । জীবনধারা সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী ৭ম পৃষ্ঠার তথ্যাদি

আয়কর রিটার্ণ দাখিলে কি ইংরেজী নাকি বাংলা ফর্ম ব্যবহার করবো? / ২০১৬-১৭ অর্থ বছরের বাংলা ফর্মটি কি এ বছরও ব্যবহার করা যাবে?

আপনি বাংলা বা ইংরেজী যে কোন ফর্ম ব্যবহার করতে পারেন। হ্যাঁ পুরাতন ফর্ম এ বছরও ব্যবহার করা যাবে।

আয়কর রিটার্ন ফরম কিভাবে পূরণ করতে হয়

Caption: How to fill up Income Tax Return Form । Income tax Return Form download

অডিট আপত্তি এড়াতে ফরম পূরণে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে।

  • ১৮ নং কলামে Difference 0.00 হয়েছে কিনা। সম্পদ ও আয়ের উৎস সমান হয়েছে কিনা। ১৭ নং কলামে আপনাকে মোট সম্পদ হতে Shown Return Income বাদ দিয়ে Tax Exempted /Tax Free Income দেখাতে হবে।
  • প্রতিটি আয় ও সম্পদের জন্য প্রমানক সংযুক্ত করে দিতে হবে।
  • কর অব্যহতি প্রাপ্ত অর্থের ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে যে কোন ব্যাখ্যার জন্য অতিরিক্ত সাদা কাগজে লিখিত বক্তব্য যুক্ত করতে হবে।
  • প্রথম রিটার্ণ দাখিলে কোন প্রকার সম্পদ লুকানো যাবে না। তথ্য গোপন করলে আপনিই বিপদে পড়বেন।
  • স্ত্রী সন্তানকে কে কোন অর্থ দান বা গিফট বা দেনমোহর দিলে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে দিন।

আয়কর ফরম পূরণের নমুনা যদি পেতাম ভাল হতো?

জি। নমুনা সংযুক্ত করে দেওয়া হচ্ছে এখন থেকে ডাউনলোড করে নিন। প্রতিটি মানুষের কাজের ধরন, পেশা, ইনকাম সোর্স বিনিয়োগ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আপনার সাথে এ রিটার্ণ ফর্মটি ম্যাচ নাও করতে পারে তবে আপনি এতে কিছুটা ধারণ নিতে পারবেন। আমি যে নমুনাটি দিচ্ছি তা হচ্ছে একজন ৭০ উর্ধ্ব বয়সী ব্যক্তি আয়কর দাখিলের নমুনা ফর্ম, তিনি একজন পেনশনার, তার কিছু জমি হতে আয়, টিউশনি হতে আয় ইত্যাদি আয় রয়েছে এবং এফডিআর এ বিনিয়োগ রয়েছে। আয়কর ফরম পূরণের নমুনা ডাউনলোড করুন।

Income Tax Return Form PDF 2022-23 । আয়কর রিটার্ন ফরম ২০২২-২০২৩ pdf