জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ ১১(১) এর নিম্নের বাক্যে উল্লেখ রয়েছে-“তবে শর্ত থাকে যে, নতুন যোগদানকৃত কোন কর্মচারীর কোয়ারিফায়িং চাকরির মেয়াদ ন্যূনতম ০৬ (ছয়) মাস হইলে তিনি বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রাপ্য হইবেন।
জাতীয় বেতন স্কেল, ২০১৫ জারীর পর পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রদানের ক্ষেত্রে উক্ত শর্ত প্রযোজ্য নয়। শুধুমাত্র নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে প্রযোজ্য। পদোন্নতি প্রাপ্ত কর্মচারীরা যথাসময়েই বার্ষিক বেতন বৃদ্ধি সুবিধা গ্রহণ করবেন।
চাকরির বয়স কি ছয় মাস হতেই হবে? হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের ১৫/০৫/২০১৭ খ্রি: তারিখের ০৭.০৩. ০০০০. ০১০.১১. ৬৫৯.১৪.৪৯০ নম্বর পত্রের মাধ্যমে পদোন্নতি প্রাপ্ত পদের বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রসঙ্গে বলা হয়েছে।জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ ১১(১) এর নিম্নের বাক্যে উল্লেখ রয়েছে-“তবে শর্ত থাকে যে, নতুন যোগদানকৃত কোন কর্মচারীর কোয়ারিফায়িং চাকরির মেয়াদ ন্যূনতম ০৬ (ছয়) মাস হইলে তিনি বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রাপ্য হইবেন। বর্ণিত অবস্থায় জাতীয় পে স্কেল, ২০১৫ জারীর পর পদোন্নতি প্রাপ্ত কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রদানের ক্ষেত্রে উক্ত শর্ত প্রযোজ্য নয় মর্মে এ কার্যালয়ের অভিমত নির্দেশক্রমে জানানো হয়েছে। পত্রটিতে স্বাক্ষর করেছেন উপ-হিসাব মহানিয়ন্ত্রক মো: আবদুর রহমান।
কেউ যদি জানুয়ারিতে জয়েন করে? সে ঐ বছর ইনক্রিমেন্ট পাবে না
ন্যূনতম ০৬ মাস চাকুরির বয়স না হলে ইনক্রিমেন্ট নয় এ সংক্রান্ত পত্রটি সংগ্রহে রাখাতে পারেন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: ৩০ শে জুন পর্যন্ত ৫ মাস ১৫ দিন হলে কি ইনক্রিমেন্ট পাওয়া যাবে?
উত্তর: না।
প্রশ্ন: ছয় মাসে একদিন কম হলেও কি বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়া যাবে না?
উত্তর: না। যাবে না।
আরও দেখুন:
অফিস সহকারীদের অগ্রিম ইনক্রিমেন্ট সংক্রান্ত আদেশ ও বিস্তারিত।
ICT ডিগ্রীধারী নন-ক্যাডার ১টি অগ্রিম ইনক্রিমেন্ট-ই প্রাপ্য হবেন
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৯ম গ্রেডে সরাসারি নিয়োগে প্রারম্ভিক বেতনে ০১ অতিরিক্ত ইনক্রিমেন্ট।
২টি অগ্রিম ইনক্রিমেন্ট দেওয়া হোক না হয় পদবী সংস্কার করা হোক।
আমি ০৯/১২/২০১৫ সালে সাঁট মুদ্রাক্ষরিক হতে ব্যক্তিগত কর্মকর্তায় পদোন্নতি পেয়ে ১৬০০০/ হয়েছে। কিন্তু ১৫/১২/২০১৫-র ইনক্রিমেন্ট ১৬০০০/- এর সাথে যুক্ত না হয়ে সাঁটমুদ্রক্ষরিকে যে ব্যাসিক ছিল তার সাথে যুক্ত হয়েছে। তাহলেকি আমি ১৫/১২/২০১৫-র ইনক্রিমেন্ট পাব না?
পদোন্নতির পরে পূর্ব পদে কিভাবে ইনক্রিমেন্ট দিলো। পদোন্নতির স্কেলে দেওয়া উচিৎ ছিল।
সরকারি এক দপ্তর থেকে অন্য দপ্তরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চাকুরী হলে। চাকুরীর ধারাবাহিকতায় সে ইনক্রিমেন্ট প্রাপ্ত হবেন কিনা।যদি ০২ জানুয়ারি থেকে ৩১ জুন নতুন দপ্তরে যোগদান করে?
ইনক্রিমেন্ট পাবেন কারণ চাকরির ধারাবাহিকতা বজায় থাকবে।
আমি ০৮ ডিসেম্বর ২০২২ এ জয়েন করি,২০২৩ এ ইনক্রিমেন্ট হবে কি?
হুমম হবে।
আমি 10/01/2023 তারিখে চাকুরিতে যোগদান করি। আমি কি জুলাই-এ ইনক্রিমেন্ট পাবো?
না।
আমরা ০১/১/২০২৩ যোগদান করি আমরা কি ২৩ সালের এই বছরের ইনক্রিমেন্ট পাবো
হ্যাঁ। পাবেন।
১১/০৪/২০২২ এ যোগদান করেছি এ বছরে আমার ইনক্রিমেন্ট কি ২টা লাগবে?
না। একটি ইনক্রিমেন্ট আর বিশেষ সুবিধা।
আমি ১১ গ্রেডের চাকরি থেকে ৯ম গ্রেডের চাকরিতে ২৮-০৪-২০২৪ এ যোগদান করেছি৷ ১১ গ্রেডের চাকরিতে আমার চাকরিকাল ৫ বছর ধারাবাহিকতা সংক্রান্ত আদেশ্ রয়েছে৷ আমরা জানি চাকরির ধারাবাহিকতা রক্ষা হলে ইনক্রিমেন্ট পাওয়া যায়, আপনিও লিখেছেন। আমার ইনক্রিমেন্ট যোগ হয় নি, একাউন্টস অফিসারও সিদ্ধান্ত নিতে পারছেন না। এক্ষেত্রে কোন ডকুমেন্টস থাকলে প্রদান করলে কৃতজ্ঞ থাকবো।
এ ব্যাপারে নজির বা প্রমান আমার কাছে নেই। তবে আমার জানা মতে নতুন চাকরিতে চাকরিকাল সংরক্ষণ করে চিত্তবিনোদন ছুটি ভোগ করেছে নতুন চাকরিতে যোগদানের পরই কিন্তু ইনক্রিমেন্টও সেই হিসেবে পাওয়ার কথা।
আসসালামু আলাইকুম ভাই, আমি সদ্য এল পি আর এ এসেছি,আডিটর আমার একটা ইনক্রিমেন্ট কর্তন করছে, সে বলেছে আমি ৩০/৯/১৫ তে প্রমোশন পেয়েছি, এই কারণে সে আমার ইনক্রিমেন্ট কর্তন করছে, সে যুক্তি দিয়েছে ১লাজুলাই ১৫ হতে ডিসেম্বর ১৫ পর্যন্ত এর ভিতরে প্রমোশন পেলে ইনক্রিমেন্ট পাবে না, এটা কি আমার অবৈধ ভাবে ইনক্রিমেন্ট কর্তন করছে কি না,এটার সমাধান কি ভাবে করবো একটু কস্ট করে যানাবেন
জি। বৈধভাবে কর্তন হয়েছে। এখন পদোন্নতির ক্ষেত্রে অতিরিক্ত কোন ইনক্রিমেন্ট পাওয়া যায় না। অনেকেই ইনক্রিমেন্ট নিয়ে বিপদে পড়েছেন অডিট আপত্তি হয়েছে এবং অর্থ ফেরত দিতে হচ্ছে এখন।