সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮ এর ২৮ (ঘ) উপ অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত কর্মকর্তার আবাসিক টেলিফোনে ইন্টারনেট সংযোগের মডেম ও আনুষাঙ্গিক ব্যয় বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার এককালিন মঞ্জুরী প্রাপ্য। এছাড়াও প্রতিমাসে ১,৮৬৪ টাকা হিসাবে আবাসিক টেলিফোন নগদায়ন ভাতা প্রাপ্য। এ ভাতা ৬ষ্ঠ গ্রেড হতে প্রাপ্য অথবা টেলিফোনের প্রাধিকারভূক্ত কর্মকর্তাগণ প্রাপ্য।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য মন্ত্রণালয়
বেতার-২ অধিশাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
www.moi.gov.bd
নং-১৫.০০.০০০০.০২২.১০.০০৩.১৯.৫৯ ; তারিখ: ০৩ ফেব্রুয়ারি ২০২০
প্রাপক: চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
তথ্য মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকা
বিষয়: আবাসিক টেলিফোনে ইন্টারনেট সংযোগের মডেম ও আনুষাঙ্গিক ব্যয় বাবদ ৫০০০/- (পাঁচ) হাজার) টাকা (এককালীন) মহ্জুরি প্রসঙ্গে।
আদিষ্ট হয়ে সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮ এর ২৮ (ঘ) উপ অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত কর্মকর্তার আবাসিক টেলিফোনে ইন্টারনেট সংযোগের মডেম ও আনুষাঙ্গিক ব্যয় বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার সরকারি ব্যয় মঞ্জুরি জ্ঞাপন করছি।
০২। এ সংক্রান্ত ব্যয় নিম্ন বর্ণিত কর্মকর্তার নিজ কার্যালয়ের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ হতে নির্বাহ করা হবে।
ক্রমিক নং | কর্মকর্তার নাম ও পদবী | বর্তমান কর্মস্থল | আবাসিক টেলিফোন নম্বর |
০১। | জনাব মো: ফখরুল আলম | বাংলাদেশ বেতার, সিলেট | ০৮-২১৭১৭০৪৭ |
(মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী)
উপসচিব
ফোন: ৯৫৭২১৯৪
আবাসিক টেলিফোনে ইন্টারনেট সংযোগের মডেম ও আনুষাংগিক ব্যয় বাবদ ৫,০০০ টাকা মঞ্জুরি সংক্রান্ত: ডাউনলোড