ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ডাউনলোড । বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র কি অনলাইনে সংগ্রহ করা যাবে?

বিদেশগামী কর্মীদের অনলাইনে বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) প্রদান সেবা চালু করা হয়েছে-ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ডাউনলোড

ছাড়পত্র সংগ্রহ আরও সহজ হল কি? প্রবাসগামী কর্মীদের দ্রুত বহির্গমন ছাড়পত্র প্রদানের জন্য সেবা সহজীকরণের পদক্ষেপ গৃহীত হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান ম্যানুয়াল পদ্ধতিতে স্মার্ট কার্ড প্রদানের পাশাপাশি Online এ বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) প্রদান করা হচ্ছে যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কার্যক্রম এগিয়ে নেবে।

এ লক্ষ্যে প্রবাসগামী প্রত্যেক অভিবাসী কর্মীর বহির্গমন ছাড়পত্র www.amiprobashi.com বা www.old.bmet.gov.bd লিঙ্ক এ প্রবেশ করে Clearance Card অপশনে গিয়ে কর্মীর পাসপোর্ট নাম্বার দিয়ে কাঙ্ক্ষিত বহির্গমন ছাড়পত্র বিশ্বের যে কোন স্থান হতে ডাউনলোড করা যাবে।

QR কোড সম্বলিত বিধায় ডাউনলোডকৃত কার্ডটি বহির্গমনকালে সংশ্লিষ্ট বিমান বন্দরে যাচাই (Verification) করা হবে। কাজের ভিসা ( employment visa) নিয়ে বহির্গমনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা/হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বিমানবন্দর, চট্টগ্রাম/ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট দিয়ে বহির্গমনকালে বিমান বন্দরস্থ প্রবাসী কল্যাণ ডেক্সে রক্ষিত QR কোড মেশিনে BMET Clearance যাচাইয়ান্তে কর্মীরা আগের তুলনায় সহজে ও দ্রুত বহির্গমন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

QR কোড সংযুক্ত থাকায় যাচাই করা সহজ হল / ঘরে বসে অনলাইনেই ক্লিয়ারেন্স সংগ্রহ করা যাবে

প্রবাসী কল্যাণ ডেক্সে রক্ষিত QR কোড মেশিনে BMET Clearance যাচাইয়ান্তে ব্যবহার করতে পারবেন।

Caption: http://www.old.bmet.gov.bd/BMET/index

BMET Smart Clearence Card । কিভাবে আপনি ক্লিয়ারেন্স কার্ড সংগ্রহ করতে পারবেন?

  1. প্রথমে আপনি www.amiprobashi.com লিংকে যাবেন।
  2. পাসপোর্ট নম্বর ইনপুট দিতে হবে।
  3. ক্যাপচা এন্ট্রি করতে হবে।
  4. Search বাটনে ক্লিক করুন।
  5. ক্লিয়ারেন্স কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করুন।

এয়াপোর্টে কার্ডটি দেখালেই হবে?

হ্যাঁ। এয়ারপোর্ট কর্তৃপক্ষ বারকোড স্ক্যান করে যাচাই করবেন এবং এই কার্ডটি আধুনিক হওয়ার কারণে কোন স্বাক্ষরের প্রয়োজন পড়বে না। বর্তমানে বাংলাদেশ থেকে অন্য যে কোন দেশে চাকরি করতে যেতে নাকি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয় থেকে নিবন্ধন করতে হয় এবং ইমিগ্রেশন কিলারেন্স নিতে হয়। যার জন্য একটা কার্ড দেয়া হয় যাকে স্মার্ট কার্ড বলে। এটি সংগ্রহ করতে এখন কোন ফি গুণতে হবে না।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *