প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের বেতনস্কেল উন্নীতকরণের ফলে উন্নীত বেতনস্কেলে বেতন নির্ধারণের জটিলতা নিরসনের লক্ষ্যে সরকার নিম্নরুপ নীতিমালা অনুসরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন-১ শাখা
নং-০৭.০০.০০০০.১৬১.৩৮.০০.০০১.১৭-২৩১ তারিখঃ ১৫/১১/২০১৭ খ্রি.
বিষয়ঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের উন্নীত বেতনস্কেলে বেতন নির্ধারণ।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক পত্র নং-৩৮.০০.০০০০.০০৮.১২.০০৭.১৬-৫৮১, তারিখঃ ১২/১২/২০১৬ খ্রি.
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের বেতনস্কেল উন্নীতকরণের ফলে উন্নীত বেতনস্কেলে বেতন নির্ধারণের জটিলতা নিরসনের লক্ষ্যে সরকার নিম্নরুপ নীতিমালা অনুসরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে:
(ক) বেতনস্কেল উন্নীত হওয়ার পূর্বে সরাসরি নিয়ােগপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন বা প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতনস্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতনস্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ আহরিত/প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে বেতনস্কেল উন্নীতকরণের তারিখে সরাসরি নির্ণীত সর্বশেষ স্কেলের কোন ধাপে মিললে ঐ ধাপে, ধাপে না মিললে বি.এস.আর. ১ম খন্ডের ৪২(I)(ii) বিধি অনুসরণে নিম্নধাপে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেতন নির্ধারন করে অবশিষ্ট টাকা পি.পি (Personal Pay) হিসেবে প্রদান করতে হবে এবং উক্ত পি.পি মহাপরিচালকের দপ্তর (Personal Pay) পরবর্তী বার্ষিক বেতন বৃদ্ধিতে তা সমন্বয়যােগ্য হবে।
(খ) বেতনস্কেল উন্নীত হওয়ার পূর্বে পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকগণ প্রধান শিক্ষক পদে যিনি যে সংখ্যক টাইমস্কেল/সিলেকশন গ্রেড পেয়েছেন বা প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতনস্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতনস্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ আহরিত/প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে বেতনস্কেল উন্নীতকরণের তারিখে সরাসরি নির্ণীত সর্বশেষ স্কেলের কোন ধাপে মিললে ঐ ধাপে ধাপে না মিললে বি.এস.আর. ১ম খন্ডের ৪২(I)(ii) বিধি অনুসরণে নিম্নধাপে বেতন নির্ধারন করে অবশিষ্ট টাকা পি.পি (Personal Pay) হিসেবে প্রদান করতে হবে এবং উক্ত পি.পি (Personal Pay) পরবর্তী বার্ষিক বেতন বৃদ্ধিতে তা সমন্বয়যােগ্য হবে।
গ) উক্ত পদ্ধতিতে বেতন নির্ধারণকালে মাঝখানে কোন বেতনস্কেল/গ্রেডে বেতন নির্ধারণ করা যাবে না।
মহাপরিচালক
১৫/১১/২০১৭
(মােঃ সামীম আহসান)
সহকারী সচিব
ফোনঃ ৯৫৫০৭৮১
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের উন্নীত বেতনস্কেলে বেতন নির্ধারণ ২০১৭ : ডাউনলোড