সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

এইচএসসি পাশে যে পদ গুলোতে চাকরির আবেদন করা যাবে।

বাংলাদেশে স্কুল ড্রপ ও কলেজড্রপ ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক বেশি। এইচ.এস.সি বা উচ্চমাধ্যমিক পাশ করার পর আর পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব হয়না। ইন্টারমিডিয়েট পাশ করার পর সাধারনত উচ্চপদ বা ১ম বা ২য় শ্রেণীর পদে চাকরি পাওয়া যায় না।

চাইলেই অনেকে পড়াশুনা চালিয়ে যেতে পারে না, নিচের সরকারি চাকরির পদগুলোতে চাকরি করে পড়াশুনা চালিয়ে যাওয়া বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উচ্চশিক্ষা গ্রহণ করে উচ্চ পদে আবেদন করা যায়। এসব চাকরির পাশাপাশি পড়াশুনা শেষ করেছেন বা অন্য উচ্চতর পদে চাকরির পেয়েছেন এমন মানুষের সংখ্যা নেহায়াত কম নয়। নিচে উল্লেখিত পদ ছাড়াও আরও অনেক পদ রয়েছে যেগুলোতে উচ্চমাধ্যমিক পাশ করে চাকরি পাওয়া যায়।

HSC বা উচ্চমাধ্যমিক পাশে ১৬-১১ গ্রেড বা তৃতীয় শ্রেনীর নিচের পদগুলোতে আবেদন করা যাবে এবং পরবর্তীতে পড়াশুনা শেষ করে উচ্চতর পদে আবেদন করা যায়।

পদ ভিত্তিক গ্রেড, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা

  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৬-৯৩০০-এইচ.এস.সি বা সমমান পাশ।
  • হিসাব সহকারী-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ। কোন প্রতিষ্ঠানে ১৪ গ্রেড।
  • গুদাম রক্ষক-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ। কোন প্রতিষ্ঠানে ১৪ গ্রেড।
  • মোটর গাড়ী চালক-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান
  • অনুষ্ঠান সচিব-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান
  • রেডিও টেকনিশিয়ান-১৪-১০২০০-বিজ্ঞানে এইচ.এস.সি বা সমমান।
  • স্টুডিও এক্সিকিউটিভ-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
  • রীগার-১৫-৯৭০০-বিজ্ঞানে এস.এস.সি।
  • টেলিফোন অপারেটর-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
  • ইলেকট্রিশিয়ান-১৬-৯৩০০-এস.এস.সি বা সমমান পাশ।
  • ডাটা এন্ট্রি অপারেটর-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
  • সহকারী মৌলভী-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
  • ল্যাব সহকারী-১৩-১১০০০-এইচ.এস.সি পাশ।
  • লাইব্রেরি সহকারী-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক পাশ।
  • পরিবার কল্যাণ পরিদর্শিকা-১৪-১০২০০-উচ্চ মাধ্যমিক পাশ।
  • সেলস্যম্যান-১৪-১০২০০-এইচএসসি বা সমমান পাশ।
  • ক্যাশিয়ার-১৪-১০২০০-এইচএসসি বা সমমান পাশ।
  • টেলিফোন অপারেটর-১৬-৯৩০০-উচ্চমাধ্যমিক পাশ ও টিএন্ডটি বোর্ড হইতে সার্টিফিকেট।
  • কন্ট্রোল অপারেটর-১৬-৯৩০০-উচ্চমাধ্যমিক পাশসহ কম্পিউটারে অভিজ্ঞতা।

উপরের পদগুলো ছাড়াও বিভিন্ন দপ্তরে আরও বিভিন্ন পদ রয়েছে যেগুলোতে উচ্চমাধ্যমিক পাশ করে চাকরি গ্রহণ করা যায়। আপনি চাইলে বিভিন্ন দপ্তরের নিয়োগ বিধি দেখে নিয়ে যে সকল পদে উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হয় তা দেখে নিতে পারেন।সকল সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিধিমালা এক ঠিকানায়। প্রতিটি দপ্তরের নিয়োগ বিধিতে তফশীলে বর্ণিত থাকে কোন পদের জন্য কি যোগ্যতা প্রয়োজন পড়ে এবং উক্তপদে সরাসরি নিয়োগ পাওয়া যায় নাকি পদোন্নতির জন্য নিয়োগ যোগ্যতা থাকতে হয়।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

7 thoughts on “এইচএসসি পাশে যে পদ গুলোতে চাকরির আবেদন করা যাবে।

  • I am a HSC passed student.Now I want to job for running my education.

  • ভাল সিদ্ধান্ত যদি আপনি মধ্যবিত্ত হয়ে থাকেন

  • আমার যোগ্যতা এইসএসসি পাশ আমি সরকারি ও বেসরকারি চাকরি খুজতেছি

  • নিজেকে দক্ষ করে গড়ে তুলুন চাকরি অবশ্যই হবে।

  • অফিস সহকারী কম্পিউটার এইচ এস সি মানবিক শাখা থেকে হবে কী ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *