সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

সরকারি কর্মচারীকে একই সঙ্গে দুই বা ততােধিক পদের দায়িত্ব প্রদানের ব্যবস্থা ২০২২

এফ,আর, ৪৯ এ একজন সরকারি কর্মচারীকে অস্থায়ী হিসেবে একই সঙ্গে দুই বা ততােধিক পদের দায়িত্ব প্রদানের ব্যবস্থা আছে, তবে একজন সরকারী কর্মচারী একই সঙ্গে দুই বা ততােধিক স্থায়ী পদে স্থায়ীভাবে নিযুক্ত হতে পারেন না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয় 

উর্বতন নিয়োগ-৩ শাখা 

www.mopa.gov.bd

স্মারক নম্বর : ০৫.০০.০০০০.১৩৩.১২.০০২.২২-২৫ তারিখ : ২৫ জানুয়ারি ২০২২

বিষয় : শূন্য পদে চলতি দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্ব প্রদানের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ।

গত ১০ জানুয়ারি ২০২২ তারিখে (২০২২ সালের ২য় সভা অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বাের্ডের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, এফ,আর, ৪৯ এ একজন সরকারি কর্মচারীকে অস্থায়ী হিসেবে একই সঙ্গে দুই বা ততােধিক পদের দায়িত্ব প্রদানের ব্যবস্থা আছে, তবে একজন সরকারী কর্মচারী একই সঙ্গে দুই বা ততােধিক স্থায়ী পদে স্থায়ীভাবে নিযুক্ত হতে পারেন না। উক্ত বিধি মােতাবেক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক সাধারণত শুন্য পদে যথাক্রমে সমপদধারীকে অতিরিক্ত দায়িত্ব এবং নিমপদধারীকে চলতি দায়িত্ব প্রদান করা হয়ে থাকে। কিন্তু ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে, মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক ভবিষ্যতে অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩৫০২-১৯৯২ তারিখের সম (বিধি-১/এস-১১/৯২-৩০ (১৫০) সংখ্যক স্মারকে জারীকৃত নির্দেশনা অনুসরণ করতে হবে।

২। এমতাবস্থায়, তার নিয়ন্ত্রণাধীন মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীনস্থ দপ্তরসমূহে জনস্বার্থে অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫-০২-১৯৯২ তারিখের সম (বিধি-১/এস-১১/৯২-৩০ (১৫০) সংখ্যক স্মারকে জারীকৃত নির্দেশনা (অনুলিপি সংযুক্ত অনুসরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

মােঃ আনােয়ারুল ইসলাম সাকার

যুগ্মসচিব 

ফোন : +৮৮ ০২ ৯৫৭৭১০২

 

শূন্য পদে চলতি দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্ব প্রদানের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ: ডাউনলোড

প্রশ্ন: “প্রাধিকারপ্রাপ্ত” শব্দটি বলতে কি বোঝায়?

উত্তর: এসএসবির সুপারিশক্রমে সরকারের উপসচিব/সমমান পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে ০৩ বছর চাকরি অতিক্রম করলেই সেই সকল কর্মচারী প্রাধিকারভুক্ত কর্মচারী হিসেবে বিবেচিত হন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *