সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

সরকারি চাকরিজীবীদের বাৎসরিক চিকিৎসা ভাতা বেড়ে দ্বিগুণ হচ্ছে!

সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা বেড়ে দ্বিগুণ হচ্ছে!!

  • বাৎসরিক চিকিৎসা ভাতা ৪০ হাজার টাকা।
  • বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন-২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
  • বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এ আইনের প্রস্তাবনায় বলা হয়েছে কোনো সরকারি কর্মচারি যদি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তাহলে তিনি কল্যাণ তহবিল থেকে এককালীন ২ লাখ টাকা অনুদান পাবেন।
  • মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাসিক কল্যাণ ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা।
  • যৌথ বিমার এককালীন অনুদান ১ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ এবং দাফনের জন্য বরাদ্দ ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
  • তিনি আরও বলেন, যৌথ বিমার মাসিক কর্তনের হার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা।
  • কল্যাণ তহবিল খাতে কর্তনের হার ৪০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

4 thoughts on “সরকারি চাকরিজীবীদের বাৎসরিক চিকিৎসা ভাতা বেড়ে দ্বিগুণ হচ্ছে!

  • ১০ টি গ্রেডের বেসি কোন পে কমিসন হবে না।

  • কল্যান তহবিল কর্তন ৪০ টাকা কাটে মূর্খ্য ১৫০ টাকা কাটে ৷

  • কল্যান তহবিল কর্তন ৪০ টাকা কাটে না, ১৫০ টাকা কাটে ৷

  • হুম…নতুন নিয়ম অনুযায়ী বেসিকের ১% অথবা সর্বোচ্চ ১৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *