সকল নমুনা স্বাক্ষর সম্বলিত ফরম বিনা ব্যর্থতায় আগামী ১৭ জুন, ২০২১ খ্রি: তারিখের মধ্যে সকল ডিসিএ এবং এসএই সিএএফও কার্যালয় এ বিশেষ বাহক মারফরত প্রেরণ নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, উক্ত ফরম নির্ধারিত তারিখের মধ্যে প্রেরণ করতে ব্যর্থ হিসাবরক্ষণ কার্যালয় / পরিশোধ টার্মিনাল এর চেকের মাধ্যমে পরিশোধিত সকল প্রকার লেনদেন আগামী ০১ জুলাই ২০২১ তারিখ হতে বন্ধ হয়ে যাবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
নং-০৭.০৩.০০০০.০০৩.৯৭.৪৭৪.২১.১৮১; তারিখ: ০৩/০৬/২০২১
বিষয়: চেক স্বাক্ষরকারী কর্মকর্তাগণের স্বাক্ষরের নমুনা সংগ্রহ করার জন্য বাংলাদেশ ব্যাংক এর নির্ধারিত ফরম পূরণ প্রসঙ্গে।
উপযুর্ক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।
১ জুলাই, ২০২১ খ্রি: হতে সরকারি কোষাগার হতে পরিশোধের ক্ষেত্রে সকল হিসাবরক্ষণ অফিস ও পরিশোধ টার্মিনাল হতে সকল অর্থ পরিশোধ (EFT) এর মাধ্যমে পরিশোধের ক্ষেত্র ব্যতীত) MICR চেকের মাধ্যমৈ সম্পাদিত হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে হিসাবরক্ষণ অফিস/ পরিশোধ টার্মিনাল যেমন: SAEs (গণপূর্ত /বন ও পরিবেশ /সওজ ইত্যাদি) কর্তৃক সরকারি কোষাগার হতে পরিশোধের জন্য ইস্যুকৃত MICR চেকসমূহ শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা হতে ক্লিয়ার করতে হবে, অন্য কোন ব্যাংক/ শাখা হতে নয়। এজন্য, চেক স্বাক্ষরকারী কর্মকর্তাগণের স্বাক্ষরের নমুনা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় প্রেরণ করতে হবে।
এমতাবস্থায়, চেক স্বাক্ষরকারি কর্মকর্তাগণের স্বাক্ষরের নমুনা সংগ্রহ করার জন্য সংযুক্ত বাংলাদেশ ব্যাংক এর নির্ধারিত ফরম সকল ডিসিএ/ডিএএফও/ এসএই সংশ্লিষ্ট সিএএফও কার্যালয় নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে এ কার্যালয়ে প্রেরণ করবে।
১। হিসাব রক্ষণ অফিস এর করণীয়।
২। Self Accountity (SAE) এর করণীয়।
উল্লেখিত উপায়ে সকল নমুনা স্বাক্ষর সম্বলিত ফরম বিনা ব্যর্থতায় আগামী ১৭ জুন, ২০২১ খ্রি: তারিখের মধ্যে সকল ডিসিএ এবং এসএই সিএএফও কার্যালয় এ বিশেষ বাহক মারফরত প্রেরণ নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, উক্ত ফরম নির্ধারিত তারিখের মধ্যে প্রেরণ করতে ব্যর্থ হিসাবরক্ষণ কার্যালয় / পরিশোধ টার্মিনাল এর চেকের মাধ্যমে পরিশোধিত সকল প্রকার লেনদেন আগামী ০১ জুলাই ২০২১ তারিখ হতে বন্ধ হয়ে যাবে।
(মো: মামুন উল মান্নান)
অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)
ফোন: ৯৩৬০৮৫৯
চেক স্বাক্ষরকারী কর্মকর্তাগণের স্বাক্ষরের নমুনা সংগ্রহ: ডাউনলোড