নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা ২০২২ । ০৩ বছর অন্তর বদলির বিধান রাখা হয়েছে

পার্বত্য/চর/সমুদ্র উপকূলবর্তী ও দুর্গম উপজেলাসমূহে ০১(এক) বৎসর কর্মকাল সম্পন্নকারী কর্মচারীকে তাহার সম্মতি ব্যতিরেকে পুনরায় একই শ্রেণির উপজেলায় পদায়ন করা যাইবে না- কর্মচারীগণের পদায়ন নীতিমালা ২০২২

নতুন পদায়ন নীতিমালা জারি ২০২২ –বিসিএস (প্রশাসন) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত অথবা যোগদানকারী সহকারী কমিশনার (শিক্ষানবিস) কে নিজ বিভাগ ব্যতীত অন্য যে কোনো বিভাগে পদায়ন করা যাইবে। বিশেষ ক্ষেত্র ব্যতীত শিক্ষানবিশকালে কোনো কর্মচারীকে আন্তঃবিভাগ বদলি করা যাইবে না। তবে একই বিভাগের অধীন অন্য জেলায় বদলি করিবার প্রয়োজন হইলে বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। আন্তঃবিভাগ বদলির ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এর সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করিবে। সহকারী কমিশনার পদে একই কর্মস্থলে চাকরির মেয়াদ ৩ (তিন) বৎসর পূর্তিতে অন্য বিভাগ/জেলায় বদলি করা যাইবে।

সহকারী কমিশনার (ভূমি) পদ হইতে প্রত্যাহারের পর সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার পদে বিভাগীয় কমিশনারের কার্যালয় অথবা জেলা প্রশাসকের কার্যালয়ে পরবর্তী পদায়নের জন্য কর্মচারীগণকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা যাইবে। নিজ জেলা অথবা স্বামী/স্ত্রী’র জেলায় কমিশনার (ভূমি) পদে পদায়ন করা যাইবে না।

সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়নের ক্ষেত্রে- চাকরির মেয়াদ ৫ (পাঁচ) বৎসর পূর্তির পর সিনিয়র স্কেলে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মচারীগণকে সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়ন করা যাইবে।

MOPA কর্মচারীগণের পদায়ন নীতিমালা ২০২২ / আন্ত:বিভাগীয় বদলির ক্ষেত্রে জেলা ও উপজেলার তালিকা

 চাকরির মেয়াদ ৫ (পাঁচ) বৎসর পূর্তির পর সিনিয়র স্কেলে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মচারীগণকে সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়ন করা যাইবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২ PDF Download

সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন । নিজ জেলা অথবা স্বামী/স্ত্রী’র জেলায় কমিশনার (ভূমি) পদে পদায়ন করা যাইবে না

  1. চাকরির মেয়াদ ৩ (তিন) বৎসর পূর্তি, নির্ধারিত প্রশিক্ষণ সমাপ্তকরণ ও চাকরি স্থায়ীকরণের পর যথাসম্ভব জ্যেষ্ঠতা অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারের সহকারী কমিশনারগণের মধ্য হইতে সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হইবে;
  2. সহকারী কমিশনার (ভূমি) এর কর্মকাল সাধারণত ২ (দুই) বৎসর হইবে;
  3. সহকারী কমিশনার (ভূমি) পদে কোনো কর্মস্থলে ১ (এক) বৎসর কর্মকাল অতিবাহিত
    হইবার পর অন্য কর্মস্থলে বদলি করা যাইবে।
  4. সহকারী কমিশনার (ভূমি) হিসাবে প্রথম পদায়ন জেলা সদর ও মহানগর অধিভুক্ত এলাকার বাহিরে এই নীতিমালার পরিশিষ্টে উল্লিখিত ‘খ’ ও ‘গ’ শ্রেণির উপজেলায় হইবে;
  5. সহকারী কমিশনার (ভূমি) পদে ১ (এক) বৎসর দায়িত্ব পালনের পর কর্মচারীগণের দক্ষতা, সততা, জনসেবা প্রদানের মানসিকতা ইত্যাদি যাচাইপূর্বক এই নীতিমালার পরিশিষ্টে উল্লিখিত ‘ক’ শ্রেণির উপজেলায়/রাজস্ব সার্কেলে পদায়ন করা যাইবে;
  6. সহকারী কমিশনার (ভূমি) পদ হইতে প্রত্যাহারের পর সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার পদে বিভাগীয় কমিশনারের কার্যালয় অথবা জেলা প্রশাসকের কার্যালয়ে পরবর্তী পদায়নের জন্য কর্মচারীগণকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা যাইবে;

আন্ত:বিভাগ পদলী করা যাইবে কি?

বিশেষ ক্ষেত্র ব্যতীত শিক্ষানবিশকালে কোনো কর্মচারীকে আন্তঃবিভাগ বদলি করা যাইবে না। তবে একই বিভাগের অধীন অন্য জেলায় বদলি করিবার প্রয়োজন হইলে বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। আন্তঃবিভাগ বদলির ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এর সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করিবে। সহকারী কমিশনার পদে একই কর্মস্থলে চাকরির মেয়াদ ৩ (তিন) বৎসর পূর্তিতে অন্য বিভাগ/জেলায় বদলি করা যাইবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *