সরকারি কর্মচারীদের মধ্যে তৃতীয় ও চতুর্থ কর্মচারীদের বদলিযোগে নিয়োগ বা বদলি সংক্রান্ত নীতিমালা রয়েছে-Transfer For Humanity Consideration 2025
- নিজ জেলায় বদলির আবেদন করা যাইবে পদ / কেন্দ্র থাকা সাপেক্ষে।
- কর্মচারীর আবেদনক্রমে, যথাসম্ভব মানবিক কিংবা পারস্পারিক স্বার্থের কারণে, উক্ত নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ বিধিতে এই রূপ বদলির শর্ত থাকিলে কেবলমাত্র তাঁহার অধীনস্থ কর্মচারীকে তাঁহার অধীনস্থ দপ্তরে বদলি করিতে পারিবেন।
কর্মচারীর আবেদনে মানবিক বিবেচনায় কর্তৃপক্ষ বদলি করতে পারবে এ সংক্রান্ত পরিপত্র দেখুন: ডাউনলোড