জাতীয় পরিচয়পত্র । জন্ম নিবন্ধন

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফিস ২০২৪ । বাংলাদেশে জন্ম নিবন্ধন ফি গেজেট pdf সংগ্রহ করুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৭ এর বিধি ২৩ এর উপ-বিধি (৭) এর ক্ষমতাবলে সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন ফিস নিম্নোক্তভাবে পুন:নির্ধারণ করিল।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

প্রজ্ঞাপন

নং-৪৬.০০.০০০০.০১৮.২২.০০১.১৭.৭৬০; তারিখ: ০৫ ডিসেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দ

জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৭ এর বিধি ২৩ এর উপ-বিধি (৭) এর ক্ষমতাবলে সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন ফিস নিম্নোক্তভাবে পুন:নির্ধারণ করিল, যথা-

(১)(২)(৩)দেশে(৪)বিদেশে
১।জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধনবিনা ফিসে
২।জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর হইতে ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে)২৫ টাকা১ মার্কিন ডলার
৩।জন্ম বা মৃত্যুর ৫ (পাঁচ) বৎসর পর কোন ব্যক্তি জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে)৫০ টাকা১ মার্কিন ডলার
৪।জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি১০০ টাকা ২ মার্কিন ডলার
৫।জন্ম তারিখ ব্যতিত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি৫০ টাকা১ মার্কিন ডলার
৬।বাংলা ও ইংরেজী উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহবিনা ফিসেবিনা ফিসে
৭।বাংলা ও ইংরেজী উভয় ভাষায় নকল সরবরাহ৫০ টাকা১ মার্কিন ডলার

 

২। জনস্বার্থে এই আদেশ জারি করা হইল এবং ইহা অবিলম্বে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

আবদুল মালেক

সচিব।

 

জন্ম ও মৃত্যু নিবন্ধন পুন:নির্ধারিত ফিস: ডাউনলোড

 

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

26 thoughts on “জন্ম ও মৃত্যু নিবন্ধন ফিস ২০২৪ । বাংলাদেশে জন্ম নিবন্ধন ফি গেজেট pdf সংগ্রহ করুন

  • ৬৯ বৎসরের লোকের জন্য জন্ম নিবন্ধন করতে কত টাকা ফি দিতে হবে

  • আমাদের ইউনিয়নের চেয়ারম্যান,, জন্ম নিবন্ধন নতুন করতে 100 টাকা নিচ্ছে আর আবেদন করতে 50 টাকা নিচ্ছে,, এবং সন্তানের নিবন্ধন করার আগে নাকি তাদের পিতা মাতার করতে হয়,, আর অনারা সেটা করাচ্ছে,, এখন সব মিলে 450 করে পাব্লিকের থেকে নিচ্ছে,, এইটা কি সব খানে হয়,, নাকি অন্য খানে অন্য রকম,..? দয়া করে বলবেন প্লিজ অন্য জায়গায় কি রকম লাগে???

  • পরিপত্র মোতাবেক ফি গ্রহণ করছে অন্য স্থানগুলোতে আমার জানামতে। তবে ইউনিয়ন ব্যয় হিসাবে আরও ৫০ টাকা মোট ১০০ টাকা আমাদের টাঙ্গাইলেও নিচ্ছে।

  • আমাদের নড়াইলের লোহাগড়া থানার শালনগর ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে ২০০ করে নিচ্ছে। এত টাকা কেন নিবে এটাই বুঝলাম না সরকারি ফ্রি ২৫, ৫০, ১০০ বয়স ভেদে তাহলে কেন এত

  • ইউনিয়ন পরিষদগুলো ৭৫% সরকারি অনুদানে চলে। অবশিষ্ট ২৫% নিজস্ব আয় হতে। তাই তারা আরও কিছু চার্জ ধরে থাকে।

  • ভাই আমার নোয়াখালীতে জন্ম নিবন্ধন তৈরি 500 টাকা সংশোধন করা 900 টাকা ভাই আপনারা কোন পদক্ষেপ নেন অতি শিগ্রয় দয়া করে।

  • কেন বেশি দিবেন? চার্ট দেখে ফি দিবেন।

  • ১ নং গাভা রামচন্দ্রপুর ইউ‌নিয়‌নে ২০০শত টাকা রাখ‌তে‌ছে এটা কোন নিয়ম

  • কোন নিয়মেই নয়। অনিয়মে।

  • আমাদের এলাকায় জন প্রতি ২০০ টাকা করে নিচ্ছে। আর অন্যান্য ফি তো আছেই!!!এখানে বাংলা ইংরেজিতে নিবন্ধন ফি ফ্রি বলা হচ্ছে কিন্তু তা করতেও টাকা দিয়ে করতে হয়!!

  • এখানে যে হার দেওয়া আছে তাই প্রযোজ্য।

  • আমাদের মোরেলগঞ্জ উপজেলার ১নং তেলিগাতী ইউনিয়নে জন প্রতি ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে।সংশোধন ফি ও ৩০০ টাকা নেওয়া হচ্ছে।

  • আমাদের মোরেলগঞ্জ উপজেলার ১নং তেলিগাতী ইউনিয়নে জন প্রতি ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে।সংশোধন ফি ও ৩০০ টাকা নেওয়া হচ্ছে।

  • এটি দিবেন না এবং অন্যায়

  • জন্ম নিবন্ধন সংশোধন করতে অতিরিক্ত ফি নিলে করনীয় কি? তাদের বিরুদ্ধে কী সরকারি কোন আইনের ব্যবস্থা আছে?

  • সরাসরি এমণ আইন নাই তবে আপনি ৩০৩ এ ফোন করে পুলিশকে অবগত করতে পারেন।

  • পৌরসভার ক্ষেত্রেও কি একই নিয়ম?
    পৌরসভাগুলো কত শতাংশ (%) সরকারী অনুদানে চলে?

  • ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ গ্রহণের জন্য সরকার কর্তৃক কত টাকা নির্ধারিত হয়েছে? তা কিভাবে জানতে পারবো?

  • এটি সরকার কর্তৃক নির্ধারিত নয়। এটি ইউনিয়ন পরিষদ বা পৌর সভার একটি রেভিনিউ। এটি স্থানীয় কমিটি কর্তৃক নির্ধারিত।

  • বড়বাড়ি ইউনিয়ন, চিতলমারী থানা, বাগেরহাট জেলা, বড়বাড়ি ইউনিয়নে একটি জন্ম নিবন্ধন, ইংলিশ এবং বাংলা করতে ২৫০(আড়াইশো) টাকা করে নেয়া হয়, কারো কারো কাছ থেকে ৫০০ টাকা নেয়া হয় ,নাম সংশোধনে ৫০০ টাকা ১০০০ টাকা নেয়া হয় ,নতুন নিবন্ধনে ৫০০ থেকে ৭০০ টাকা নেওয়া হয় ,দয়া করে বিষয়টা একটু তদন্ত করে দেখবেন!

  • ৯৯৯ কল করে অভিযোগ করতে হবে।

  • বান্দরবান জেলা রোয়াংছড়ি উপজেলা তারাছা ইইউনিয়নে আমার বউ নিবন্ধন বাংলা ইংরেজি করতে ৬০০ টাকা নিচ্ছে।

  • অভিযোগ করুন ৯৯৯ অথবা ডিসি বরাবর মেইল করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *