দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুসারে কিছু বিধি বিধান আরোপ করা হয়েছে।
- দেওয়াল লিখন ও পোস্টার লাগাইবার স্থান নির্ধারণ স্থানীয় কর্তৃপক্ষ স্থান নির্ধারণ করিতে পারিবে।
- স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত স্থানে পোষ্টার লাগানো যাবে।
- সংশ্লিষ্ট ব্যক্তি বা সুবিধাভোগীকে তাহার দেওয়ার লিখন বা ক্ষেত্রমত বা পোষ্টার মুছিয়া ফেলিতে পারিবে।
- নির্ধারিত সময় সীমা অতিবাহিত হওয়ার পর সুবিধাভোগী পোস্টার বা দেওযাল লিখন মুছে ফেলতে পারবে।
বিনা অনুমতিতে পোষ্টার বা দেওয়াল লিখনে ১০ হাজার টাকা জরিমানা বা ৩০ দিনের কারাদন্ড হতে পারে বিস্তারিত জানতে প্রজ্ঞাপন দেখুন: ডাউনলোড