বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তন ২০২২

জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তন আদেশ জারি হলেও তা কার্যকর হতে বেশি কিছুদিন সময় লাগল। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে হিসাবরক্ষণ অফিসে পত্র প্রেরণের মাধ্যমে আদেশটি কার্যকর হল।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশাসন-৩ শাখা

www.mopa.gov.bd

নং ১৫.৫৩.০০০০.১১২.১৫.০০৯.২১.২০৬ তারিখ : ১৪ মে ২০১২

প্রাপক: চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার

জনপ্রশাসন মন্ত্রণালয়

১২ পুরানা পল্টন, ঢাকা।

বিষয়: বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তন।

জনাব,

উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীদের পদনাম নিমরপ শর্তে নিম্নবর্ণিতভাবে পরিবর্তনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি:

জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তন ২০২২

শত:

(ক) পদনাম পরিবর্তিত হলেও বেতন গ্রেড পরিবর্তন হবে না; (খ) পরিবর্তিত পদসমূহের পদসংখ্যা বিদ্যমান পদসমূহের মােট পদসংখ্যার সমান হবে অর্থাৎ মােট পদসংখ্যার কোন হ্রাসবৃদ্ধি ঘটবে না;

০২। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০ মার্চ ২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৫১.১২.০০৫.২১-৪০ সংখ্যক স্মারক, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-২ এর ২১.০৩.২০২২ তারিখের ০৭.১৫২.০১৫.০৫.০০.০০২.২০১৩-৩৪২ সংখ্যক স্মারক এবং ২১ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২১-২০২২ অর্থ বছরের ১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ মঞ্জুরি আদেশ জারি করা হলাে।

আপনার বিশ্বস্ত

(রিপন চাকম) 

উপসচিব 

ফোন +৮৮ ০২-৫৫০০৬৮২ 

adminfa@mopa.gov.bd

 

জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তন ২০২২ : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *