বাংলাদেশ ব্যাংকের তফসিলী ব্যাংক গুলোতে এফডিআর মুনাফা হার যখন ৫-৬% এ নেমে এসেছে তখন মানুষ বিনিয়োগের ক্ষেত্র হারিয়ে ফেলছে। অন্যদিকে সঞ্চয়পত্রেও মুনাফা সংকুচিত হওয়ার ফলে সাধারণ মানুষ যারা সঞ্চয়পত্র বা ব্যাংক এফডিআর করে জীবিকা নির্বাহ করতেন তারা বিনিয়োগ নিয়ে মহা সমস্যায় আছে। সামাজিক আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে গুলো যখন মুনাফার হার কমিয়ে দিচ্ছে তখনও ডাকঘর ব্যাংক যা সরকারের জন নিরাপত্তার একটি সেটি বিনিয়োগে ভাল মুনাফা দিচ্ছে। আসুন আজ আমরা ডাকঘর ব্যাংক মেয়াদী হিসাব সম্পর্কে জেনে নিই।
ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব ২০২৩
ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব চালু হয় ১৮৭২ সালে। যেখানে মুনাফার হার মেয়াদান্তে মুনাফা ১১.২৮%। মেয়াদী হিসাব ৩ বছরের জন্য করতে হবে যদি আপনি ১১.২৮% হারে মুনাফা পেতে চান। তবে ১ (এক) বছর, ২ (দুই) বছর অথবা ৩ (তিন) বছর মেয়াদী হিসাব খোলা যায়। এক্ষেত্রে মুনাফার হার ১ (এক) বছরের জন্য ১০.২০%, ২ (দুই) বছরের জন্য ১০.৭০% এবং ৩ (তিন) বছরের জন্য ১১.২৮%। আমানতকারী ইচ্ছা করলে প্রতি ৬ মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারেন। সে ক্ষেত্রে ১ম বছরে ৯.০০%, ২য় বছরে ৯.৫০% এবং ৩য় বছরে ১০.০০% হারে মুনাফা প্রদেয়।
ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব খোলার যোগ্যতা ২০২৩
সবাই কি ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব খুলে বিনিয়োগ করতে পারবেন? এমন প্রশ্নের জবাবে বলা যায় যে, বাংলাদেশের যে কোন নাগরিক অর্থাৎ সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব খুলতে পারবেন। এমনকি নাবালকের পক্ষেও এ হিসাব খোলা যায়।
সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে?
বিনিয়োগের ঊর্ধ্বসীমা একক হিসেবে ১০ লক্ষ টাকা এবং যুগ্ম হিসেবে ২০ লক্ষ টাকা। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগেও খোলা যাবে। তবে হিসাব খোলার পর আপনি একাধিক বার অর্থ জমা করতে পারবেন। তবে সর্বোচ্চ ৩ (তিন) বার সঞ্চয় জমা করা যাবে এবং মেয়াদ শেষে অর্থ উত্তোলন করতে পারবেন।
ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব ও মেয়াদী হিসাব খােলার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র
(১) NID এর ফটোকপি।
২) ২ লক্ষ টাকা পর্যন্ত নগদে ক্রয় করা যাবে।
(৩) ২ লক্ষ টাকার বেশি হলে চেকে পরিশােধ করতে হবে এবং উক্ত চেকের ও TIN এর ফটোকপি।
(৪) চেকের অপর পাতায় “Good for payment” লিখে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর অথবা সংশ্লিষ্ট ব্যাংক থেকে ইনটিমেশন ফরমে (কর্মকর্তার স্বাক্ষর ও সীল সম্বলিত) জমা দিতে হবে।
(৫) আমানতকারীর NID ও ২ কপি ছবি।
(৬) নমিনীর ২ কপি ছবি।
(৭) আমানতকারীকে পােস্ট অফিসে উপস্থিত হয়ে পােস্টমাস্টারের সম্মুখে স্বাক্ষর দিতে হবে।
অন্যান্য সুবিধা যা রয়েছে-
(ক) সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক এ প্রকল্পে হিসাব খুলতে পারেন;
(খ) নমিনী নিয়োগ করা যায় / পরিবর্তন ও বাতিল করা যায়;
(গ) স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা পাওয়া যায়।
পোস্ট অফিস সঞ্চয় ব্যাংকে ব্যাবহৃত ফরম সমূহঃ
ক্রমিক নং | শিরোনাম | ফাইল |
১ | (ক). মেয়াদী হিসাব (এফ ডি) খোলার নতুন ফরম (খ). মেয়াদী হিসাব (এফ ডি) খোলার পুরাতন ফরম | ডাউনলোড ডাউনলোড |
২ | (ক). সাধারন হিসাব (এস বি) খোলার নতুন ফরম (খ). সাধারন হিসাব (এস বি) খোলার পুরাতন ফরম | ডাউনলোড |
৩ | Bank intimation ( চেকের মাধ্যমে জমার ক্ষেত্রে) | ডাউনলোড |
৪ | প্রধান ডাকঘরে টাকা জমার ফরম | ডাউনলোড |
৫ | সাব অফিসে টাকা জমার ফরম | ডাউনলোড |
৬ | টাকা উত্তোলনের ফরম | ডাউনলোড |
৭ | প্রাথমিক এস, বি রসিদ | ডাউনলোড |
৮ | নমুনা স্বাক্ষর কার্ড | ডাউনলোড |
ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব খোলার নিয়মাবলী ২০২৩: ডাউনলোড
বি:দ্র: এখন আর ম্যানুয়াল পদ্ধতি নয়, ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক হিসাব খোলা হবে।
আসসালামু আলাইকুম, সাধারন হিসাব খুলে টাকা জমা রাখলে কত টাকা মুনাফা পাওয়া যায়!???
৭.৫%