সরকারি কর্মচারীগণ অতিরিক্ত কার্যভারের জন্য দায়িত্বভার ভাতা পায়। এক্ষেত্রে কর্তৃপক্ষের কার্যভার আদেশ প্রয়োজন পড়বে। অন্য দিকে ‘দায়িত্ব ভাতা (কোড- ৩১১১৩০১)‘ অবশ্যই বরাদ্দ থাকতে হবে।
বরাদ্দ প্রাপ্তি ব্যতিরেকে উক্ত দায়িত্ব ভাতা কোড হতে কোন প্রকার বিল দাখিল করা যাবে না। যারা অনলাইনে বেতন বিল দাখিল করেন তাদের ক্ষেত্রে অবশ্যই ডিডিও কর্তৃক হিসাবরক্ষণ অফিসকে অবহিতকরণপূর্বক দায়িত্ব ভাতা কোডে বরাদ্দ এন্ট্রি করিয়ে নিতে হবে প্রধান অফিস বা ডিজি অফিস কর্তৃক।
একটি প্রশ্ন ও সমাধানের মাধ্যমে বিষয়টি জেনে নেয়া যাক।প্রশ্ন: ‘দায়িত্ব ভাতা (কোড- ৩১১১৩০১)’ এর বিল কিভাবে করব?
উত্তর: সংশ্লিষ্ট হিসাব রক্ষন অফিসে যোগাযোগ করতে হবে। তিনি মাস্টার ডাটায় এন্ট্রি করবেন। তখন অনলাইনে বেতন বিল দাখিলকালে অপশন পাওয়া যাবে। যদি অতিরিক্ত বা চলতি দায়িত্ব প্রাপ্ত হন তবেই ভাতা পাবেন।
otirikto dayitto vata । অতিরিক্ত দায়িত্ব ভাতার বিধান
সরকারি কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব/চলতি দায়িত্ব পালনের জন্য কার্যকরভাতা প্রদান আদেশ
প্রশ্ন: দায়িত্ব ভার বা কার্যভার ভাতার বিল কি আলাদা দাখিল করতে হয়?
উত্তর: না। এটি মাসিক বেতন বিলের সাথেই দাখিল করতে হয়।
প্রশ্ন: বরাদ্দ না থাকলে কি দায়িত্ব ভাতা পাওয়া যাবে না?
উত্তর: না। ‘দায়িত্ব ভাতা (কোড- ৩১১১৩০১)’ কোডে অবশ্যই বরাদ্দ থাকতে হবে।
প্রশ্ন: বরাদ্দ না থাকলে আলাদা বরাদ্দ পত্র লাগবে কি?
উত্তর: জি। ‘দায়িত্ব ভাতা (কোড- ৩১১১৩০১)’ কোডে অবশ্যই বরাদ্দ আনতে হবে।