পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

দৈনিক সংবাদপত্র মাসান্তে বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা।

সংস্থাপন বিভাগের ২২-০৯-১৯৮০ তারিখের স্মারক নং ইডি (এস,ডব্লিউ-২) ১সি-২২/৮০-১৬৭ এর ৬ নং অনুচ্ছেদে বর্ণিত মর্ম অনুসারে প্রত্যেক ক্যালেন্ডার মাসান্তে সরকারি খরচে সরবরাহকৃত কাগজগুলো বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ (XLVI-MISC-MISC-D other items) খাতে জমা করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সংস্থাপন মন্ত্রণালয়

নং-ইডি(এস,ডব্লিউ-২)১সি-২২/৮০-৪৫(৫০০), তারিখ: ২ মার্চ, ১৯৮১ ইং

বিষয়: সরকারি খরচে সংবাদপত্র সরবরাহ।

উপরোক্ত বিষয়ে নির্দেশ মোতাবেক জানান যাচ্ছে যে, সংস্থাপন বিভাগের ২২-০৯-১৯৮০ তারিখের স্মারক নং ইডি (এস,ডব্লিউ-২) ১সি-২২/৮০-১৬৭ এর ৬ নং অনুচ্ছেদে বর্ণিত মর্ম অনুসারে প্রত্যেক ক্যালেন্ডার মাসান্তে সরকারি খরচে সরবরাহকৃত কাগজগুলো বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ (XLVI-MISC-MISC-D other items) খাতে জমা করতে হবে।

 

উপসচিব

সংস্থাপন মন্ত্রণালয়

 

দৈনিক সংবাদপত্র মাসান্তে বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *