সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

নতুন মন্ত্রিপরিষদ সচিব ২০২৩ । বর্তমানে মন্ত্রীপরিষদ সচিব কে?

নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া হয়েছে- – কবির বিন আনোয়ার অবসর গ্রহণ করা যায় নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া হল – নতুন মন্ত্রিপরিষদ সচিব ২০২৩

মন্ত্রিপরিষদ সচিব কে?– মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান নির্বাহী। বাংলাদেশের সবচেয়ে সিনিয়র সরকারি কর্মকর্তাকে সরকার মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেন। এছাড়াও তিনি সুপিরিয়র সিলেকশন বোর্ডের চেয়ারম্যান। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচিত।

প্রধানমন্ত্রী যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তার সাথে আলোচনা করেন এবং তার পরামর্শ গ্রহণ করেন। মন্ত্রিপরিষদ বিভাগ বাংলাদেশ সরকারের প্রশাসনের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং বাংলাদেশ মন্ত্রিপরিষদের এর নমনীয় কার্যাবলী পরিচালনা করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকার মন্ত্রণালয়/বিভাগের মধ্যে পার্থক্যকে বিশৃঙ্খলা ও আন্তঃসম্পর্কীয় সমন্বয় নিশ্চিত করার মাধ্যমে সচিবের স্থায়ী/অ্যাডহক মাধ্যমে গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণে সরকারকে সিদ্ধান্তে সহায়তা করে। মন্ত্রিপরিষদ বিভাগ সচিবালয়ে শীর্ষ নীতি-ব্যবস্থাপনা বিভাগ যা প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রেখে কাজ করে। মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদা পদমর্যাদা ক্রম অনুসারে ১২তম।

মন্ত্রি পরিষদ সচিব নিয়োগ করে প্রজ্ঞাপন জারি / জনাব মো: মাহবুব হোসেন বর্তমানে নতুন মন্ত্রিপরিষদ সচিব

সরকারি চাকরির স্বাভাবিক মেয়াদ শেষে কবির বিন আনোয়ার আজ থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। এর ফলে এক মাসেরও কম সময়ের মধ্যে বেসামরিক প্রশাসনের এই শীর্ষ পদে নতুন নিয়োগ দেয়া হলো। চাকরি শেষ প্রান্তে এসে এ পদে আসীন হয় বলে বেশিদিন চাকরিকাল থাকে না।

 

Caption: New Cabinet Secretariat

নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ ২০২৩ মন্ত্রিপরিষদ সচিবের কাজ কি?

  1. প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করা।
  2. মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা।
  3. সরকারের সবগুলো মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা।
  4. সুপিরিয়র সিলেকশন বোর্ডের প্রধান হিসেবে কাজ করা।
  5. সচিব কমিটির প্রধান হিসেবে কাজ করা।
  6. বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের প্রধান হিসেবে কাজ করা।

মন্ত্রিপরিষদ সচিব হিসেববে কত বছর পর্যন্ত চাকরি করা যায়?

বিসিএস (প্রশাসন) ক্যাডারের সবচেয়ে সিনিয়র কর্মকর্তাদের থেকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ লাভ করেন। তার নিয়োগের মেয়াদকাল সাধারণত অবসর পর্যন্ত অর্থাৎ ৫৯ বছর বয়স পর্যন্ত হয়ে থাকে। সরকারি চাকরির বিধান অনুসারে ৫৯ বছর পূর্ণ হলে অবসর নিতে হয়। সরকার চাইলে আরও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারেন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *