চলতি ২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত পরিচালন বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন “১২৫০১০১-১২০০০১৫১৩-শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান -এর ৩৬৩১১০৭ বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ হতে ৫,৯৯,৯৭,০০০/= (পাঁচ কোটি নিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার) টাকা আর্থিক অনুদান বাবদ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীদের নামের পার্শ্বে বর্ণিত হারে চুক্তি মোতাবেক বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ” এর পক্ষে থার্ড ওয়েব টেকনোলজিস লিমিটেড (Third Wave Technologies Limited) ঢাকাকে মোবাইল ব্যাংকিং (বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ”) এর মাধ্যমে সংযুক্ত তালিকা অনুযায়ী নিম্নোক্ত শর্তে বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

বাজেট শাখা

www.shed.gov.bd

স্মারক নং-৩৭.০০.০০০০.০৬৪.৯৯.০০৩.২০-২০৫; তারিখ: ৩০ জুন ২০২১

বিষয়: শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ বিতরণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চলতি ২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত পরিচালন বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন “১২৫০১০১-১২০০০১৫১৩-শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান -এর ৩৬৩১১০৭ বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ হতে ৫,৯৯,৯৭,০০০/= (পাঁচ কোটি নিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার) টাকা আর্থিক অনুদান বাবদ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীদের নামের পার্শ্বে বর্ণিত হারে চুক্তি মোতাবেক বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ” এর পক্ষে থার্ড ওয়েব টেকনোলজিস লিমিটেড (Third Wave Technologies Limited) ঢাকাকে মোবাইল ব্যাংকিং (বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ”) এর মাধ্যমে সংযুক্ত তালিকা অনুযায়ী নিম্নোক্ত শর্তে বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পরিপ্রেক্ষিতে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ১৫ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো।

(মো: ফজলুর রহমান)

সিনিয়র সহকারী সচিব

৯৫১২২০৫

শর্তাবলী:

১। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল “নগদ” এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক, থার্ড ওয়েব টেকনোলজিস লিমিটেড, ঢাকা মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নামের পার্শ্বে বর্ণিত হারে অর্থ বিতরণ করবেন এবং বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের দাখিল করবেন;

২। উল্লিখিত কোন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী, ছাত্র ছাত্রীদের নাম যদি দুই বার মঞ্জুরী হয়ে থাকে সে ক্ষেত্রে একটি মঞ্জুরির বিপরীতে মঞ্জুরকৃত টাকা বিতরণ করবেন;

৩। শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থ মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে নম্বরে প্রদান করবেন।

০২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

ছাত্র-ছাত্রীদের অনুকূলে অনুদান অর্থ বিতরণ সংক্রান্ত: ডাউনলোড

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ বিতরণ তালিকা: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2976 posts and counting. See all posts by admin

16 thoughts on “ছাত্র-ছাত্রীদের অনুকূলে অনুদান অর্থ বিতরণের স্কুল কলেজের তালিকা প্রকাশ।

  • Pingback:

  • আজিম উদ্দিন হাই স্কুল কিশোর গনজ

  • তালিকা দেখুন।

  • Bogura govt. Poly

  • নাম মোশারেফ ফুলতলা এম এম কলেজের নতুন বছরের একাদশের ছাএ রোল১৬৬ থানা ফুলতলা জেলা খুলনা গ্রাম দখখিন ডিহি মোবাইল ০১৯৬৪৮৭০৪৭২ আমি কী পাবো

  • অর্থ বরাদ্দ কলেজের নামে এসেছে। আপনি অনুগ্রহ করে কলেজে যোগাযোগ করুন।

  • অনুগ্রহ করে লিষ্ট দেখুন।

  • হাট দামনাশ দাখিল মাদ্রাসা , বাগমারা, রাজশাহী অনুদানের অন্তর্ভুক্ত হয়েছে কি

  • অনুগ্রহ করে একটি খুজে দেখুন।

  • আদমজীনগর এম ডব্লিউ কলেজের একাদশ শ্রেণির টাকা কী আসছে

  • অনুগ্রহ করে লিস্ট দেখুন।

  • দক্ষিণ সুখছড়ি আব্দুল খালেক শাহ আমিরিয়া হুসাইনিয়া হাফেজুল উলুম ফাজিল মাদরাসা

  • অষ্টম শ্রেনি টাকা পাবে

  • অবশ্যই পাবেন।

  • টাকা তো অনেক আগেই আসছে। নিজ স্কুল কলেজে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *