বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী (প্রতিসভার জন্য জনপ্রতি) ৩,০০০/- টাকা। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য/ বিশেষজ্ঞদের সম্মানী (প্রতি দিনের জন্য জনপ্রতি) ৩,০০০/- টাকা। উত্তরপত্র পরীক্ষণ ৭৫/- টাকা। লিখিত /ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়ণের আপ্যায়ন ব্যয় (জনপ্রতি) ২০০/- টাকা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি-২ অধিশাখা
www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১৭২.৩৩.০০৫.১৩-৩৪; তারিখ: ০৭ মার্চ, ২০১৯ খ্রি:
বিষয়: মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/ পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার পুন:নির্ধারণ।
সূত্র: ০৭.০০.০০০০.১৭২.৩৭.০০৩.১৫.৪৪; তারিখ: ২৫-০৪-২০১৬ খ্রি:
উপর্যুক্ত বিষয়ে সূত্রে উল্লিখিত স্মারকে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের জন্য নির্ধারিত খাতভিত্তিক সম্মানী/পারিতোষিক হার নির্দেশক্রমে নিম্নরূপভাবে পুন:নির্ধারণ করা হলো:
১। প্রশ্নপত্র প্রণয়ন ৩,০০০/- টাকা।
২। বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী (প্রতিসভার জন্য জনপ্রতি) ৩,০০০/- টাকা।
৩। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য/ বিশেষজ্ঞদের সম্মানী (প্রতি দিনের জন্য জনপ্রতি) ৩,০০০/- টাকা।
৪। উত্তরপত্র পরীক্ষণ ৭৫/- টাকা।
৫। লিখিত /ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়ণের আপ্যায়ন ব্যয় (জনপ্রতি) ২০০/- টাকা।
৬। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীবৃন্দের সম্মানী প্রতি দিনের জন্য (জনপ্রতি) ৫০০/- টাকা।
৭। লিখিত পরীক্ষা কেন্দ্রের পরির্দশকের সম্মানী প্রতি দিনের জন্য (জনপ্রতি) ১,২০০/- টাকা।
শর্তাবলি:
ক) প্রশ্নপত্র প্রণয়নের জন্য ১ (এক) টি সম্মানী প্রাপ্য হবেন;
খ) একই কার্যদিবসে একাধিক সভাবর ক্ষেত্রে একটি সম্মানী প্রাপ্য হবেন;
গ) একই কার্যদিবসে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হলে সর্বোচ্চ ০২ (দুই) টি সম্মানী প্রাপ্য হবেন;
ঘ) সম্মানী প্রদানের ক্ষেত্রে কোন অনিয়ম হলে পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ি থাকবে; এবং
ঙ) আদেশ জারির তারিখ থেকে এ হার কার্যকর হবে।
(মো: গোলাম মোস্তাফা)
যুগ্নসচিব
ফোন: ৯৫১৪৪৮৭
নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার পুন:নির্ধারণ: ডাউনলোড
নিয়ােগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতােষিক হার পুন:নির্ধারণ ২০২২
আসসালামুআলাইকুম, কোন ধরনের সভার জন্য সম্মানী প্রদান করা যাবে? শুধূ নিয়োগ/পদোন্নতি সংক্রান্ত সভার জন্য সম্মানী প্রদান করা যায় নাকি যেকোন সভা আয়োজন করলেই সম্মানী দাবী করা যায়?
যে কোন সভা।