সরকারি চাকুরিজীবির মৃত্যুর পর পারিবারিক পেনশনে আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার ক্ষমতা অর্পণ ও অভিভাবক মনোনয়ন ফরম পুরণ করতে হয়। পরিবারের অন্য সদস্যদের যে, পারিবারিক পেনশনের বিষয়ে কোন আপত্তি নেই সেটি এ ফর্মের মাধ্যমে ঘোষণা করা হয়। এটি একটি ঘোষণাপত্র যা ইউপি বা স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত হয়।
কি কি বিষয় ক্ষমর্তা অর্পণ ফর্মে উল্লেখ করতে হয়?
- পৌরসভা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা/ওয়ার্ড কমিশনার দ্বারা স্বাক্ষরিত হতে হবে।
- প্রত্যেক উত্তরাধিকারীর স্ট্যাম্প সাইজ ছবি অবশ্যই লাগাতে হবে।
- তাদের বৈবাহিক অবস্থা প্রকাশ করতে হবে।
- মৃত্যুর কারণ উল্লেখ করতে হবে।
- মৃতের সাথে সম্পর্ক উল্লেখ করতে হবে।
- স্ত্রীকে বা উপযুক্ত কাউকে (স্ত্রী মৃত হলে) মনোনয়ন দিতে হবে।
পারিবারিক পেনশনে আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার ক্ষমতা অর্পণ ও অভিভাবক মনোনয়ন ফরম :ডাউনলোড
পেনশন বিধিমালা ২০২০
আমার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত ডান হাত দিয়ে স্বাক্ষর করতে এখন পারেন না,ব্যয়বহুল চিকিৎসা করাতে আমরা হিমশিম খাচ্ছি,কিন্তু বাবা স্বাক্ষর করতে না পারায় উনার পেনশন ভাতা উত্তোলন করতে পারছি না,উক্ত একাউন্টে আরো কিছু টাকা আছে ব্যাংক বলেছে একাউন্ট ক্লোজ করতে হবে নইলে টাকা উঠানু যাবে না কিন্তু এই একাউন্টে পেনশন আসে,এখন আমরা কি করতে পারি।জানালে উপিকৃত হব
টাকা অর্থ উত্তোলনের জন্য পাওয়া হস্তান্তর করতে পারেন। বিস্তারিত জানতে হেল্প লাইনে ফোন করে জেনে নিন https://www.bb.org.bd/aboutus/contact.php