গত ০৮ ডিসেম্বর ২০১৯ খ্রি: তারিখের ৫৮.০১.০০০০.২০২.০৫.০০৪.১৯.২৪১৬ সংখ্যক পত্রের মাধ্যমে ইমিগ্রেশনও পার্সপোর্ট অধিদপ্তর কিছু নির্দেশনা জারি করেছে যাতে ১৮ বছর পর্যন্ত অনলাইন জন্মনিবন্ধন গ্রহণ যোগ্য বলে জানানো হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশটি নিম্নরূপ:
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের অভ্যন্তরের আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস সমূহে আবেদনকারীগণ জাতীয় পরিচয়পত্র (NID) থাকা সত্ত্বেও তা গোপন করে জন্ম নিবন্ধন প্রদর্শন পূর্বক পাসপোর্টের আবেদন করেছেন। এতে নানাবিধ জটিলিতার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায়, আবেদনপত্র গ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। জরুরী সুবিধাসহ ৩,০০০ টাকায় করে ফেলুন MRP পাসপোর্ট।
(১) ১৮ বছরের উর্ধ্বে আবেদনকারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID) গ্রহণ সাপেক্ষে আবেদন জমা করা।
(২) ১৮ বছরের পর্যন্ত আবেদনকারীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন গ্রহণ সাপেক্ষে আবেদন জমা করা। ই পাসপোর্ট ফি কত ২০২২ । ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত দিতে হয়
(৩) ১৮ বছরের কম বয়সী আবেদনকারীদের ক্ষেত্রে পিতা, মাতার জাতীয় পরিচয়পত্র (NID) গ্রহণ সাপেক্ষে আবেদন জমা করা।
(৪) প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID) ভেরীফাইড সাপেক্ষে আবেদন জমা করা।
২। এ আদেশ অবিলম্ব কার্যকরের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। পাসপোর্ট সংশোধনের নতুন বিধান ২০২২ । জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে পাসপোর্ট সংশোধন করা যাবে
এ সংক্রান্ত অফিস আদেশটি সহকারী পরিচালক (পাসপোর্ট) জনাব মো: সাহজানান কবির স্বাক্ষর করেছেন।
পাসপোর্টে ১৮ বছরের উর্ধ্বে NID ছাড়া আবেদন গ্রহণযোগ্য নয় আদেশটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
অফিসিয়াল পাসপোর্ট ইস্যু’র বিধি বিধান (প্রশ্নোত্তর সহ)।