সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি-১২ মোতাবেক কোন কর্মচারী কোন সম্পদ অর্জন করলে বা ক্রয় করলে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে পূর্বানুমোদন নিতে হবে। এতে কোন অনুমোদনের জন্য অর্থের উৎস দেখাতে হবে পারে।
ভবন, এপার্টমেন্ট বা ফ্ল্যাট ইত্যাদি নির্মাণ অথবা ক্রয়
কোন সরকারি কর্মচারী নির্মাণ ব্যয় বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থের উৎসের উল্লেখপূর্বক এই উদ্দেশ্যে আবেদনের মাধ্যমে সরকারের পূর্বানুমোদন গ্রহণ ব্যতিরেকে ব্যবসায়িক বা আবাসিক ব্যবহারের অভিপ্রায়ে নিজে বা ডেভেলপারের দ্বারা কোন ভবন, এপার্টমেন্ট বা ফ্ল্যাট নির্মাণ করিতে বা ক্রয় করিতে পারিবেন না।