The contributory Provident Funt Rules, 1979, Notification No. MF (RU)-1(5)/79/29, 8th August, 1979 ১। প্রদেয় ভবিষ্য তহবিল সকল অপেনশনযোগ্য সরকারী কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। বিধি-৪ ২। চাঁদা দাতা তহবিলে যোগদানের পর যত শীঘ্র সম্ভব সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯ তে বর্ণিত পদ্ধতিতে মনোনয়ন প্রদান করিবেন। বিধি-৫
৩। তহবিলে মাসিক হিসাবে চাঁদা প্রদান করিতে হইবে। তবে ছুটিকালীন সময়ে চাঁদা প্রদান ইচ্ছাধীন থাকিবে। বিধি-৭
৪। প্রদেয় ভবিষ্য তহবেল প্রদত্ত চাঁদার হার চাঁদা দাতা নিজে নির্ধারণ করিবেন। তবে তাহা কোন ক্রমেই মূল বেতনের ৮.৩৩% ভাগের কম হইবে না। বিধি-৮
৫। সরকার প্রতি বৎসর সংশ্লিষ্ট কর্মচারীর প্রদেয় ভবিষ্য তহবিলে সংশ্লিষ্ট কর্মচারীল বেতনের ৮.৩৩% ভাগ হারে কন্ট্রিবিউশন প্রদান করিবেন। বিধি-১১ জিপিএফ ও সিপিএফ এর মধ্যে পার্থক্য কি? । জিপিএফ থেকে লোন নেয়া যায়
- সরকারি ড্রাইভার ওভার টাইম ২০২৫ । মাসিক ২৫০ ঘন্টা পর্যন্ত অধিকাল ভাতা প্রাপ্য হবেন?
- Govt. Driver Overtime 2025 । ড্রাইভারদের অধিকাল ভাতা হিসাব করার নিয়ম কি?
- উপদেষ্টার তালিকা ২০২৫ । ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব কে পেলেন?
- সাময়িক বরখাস্ত বেতন ভাতাদি প্রাপ্যতা ২০২৫ । সাময়িক বরখাস্তের পর বদলিকালীন কর্মস্থলের হারে কি বাড়ি ভাড়া?
- ব্যাংক লাঞ্চ সাবসিডি ২০২৫ । ব্যাংকের কর্মকর্তাদের লাঞ্চ ও ইফতার ভাতা প্রতিদিন ৪০০ টাকা?
৬। যথাযথ কর্তৃপক্ষ অগ্রিম মঞ্জুর করিতে পারিবেন। অগ্রিম মঞ্জুর ও আদায়ের ক্ষেত্রে সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালার বিধানাবলী কার্যকর হইবে। অগ্রিমের জন্য তহবিলে সঞ্চিত অর্থ বলিতে বুঝাইবে চাঁদা দাতার প্রদত্ত চাঁদা ও ইহার সুদ। কন্ট্রিবিউশন বা কন্ট্রিবিউশনের উপর প্রদেয় সুদকে বুঝাইবে না। বিধি-১৩ সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ [বাংলা ও ইংলিশ ভার্সন)
৭। চাকরি ত্যাগ বা মৃত্যুবরণ করিলে তহবিলের অর্থ প্রদেয় হইবে। বিধি-১৫
বিশ্লেষণ: অর্থ বিভাগের প্রজ্ঞাপন নং ০৭.০০.০০০০.১৭১.১৩.০০২.১৩.১২৮, তারিখ: ২৮-০৯-২০১৪ দ্বারা ২০১৪-২০১৫ অর্থ বৎসরের জন্য সাধারণ ভবিষ্য তহবিল ও প্রদেয় ভবিষ্য তহবিল এর ইনক্রিমেন্ট (Increment) সুদের হার ১৩.০০% নির্ধারণ করা হইয়াছে।
জিপিএফ এর টাকা বেতন হতে কর্তন করা হয় এবং সিপিএফ এর টাকা চালানের মাধ্যমে জমা প্রদান করা হয়
স্বশাসিত, আধা-সরকারি ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সিপিএফ ব্যবস্থার মাধ্যমে পিএফ প্রদান করা হয়।
GPF & CPF Profit Rate 2022-23 । চলতি অর্থ বছরও সর্বোচ্চ ১৩% মুনাফা প্রযোজ্য হইবে