সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড বৃদ্ধিকরণ ২০২২ । ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা খাতে ৫% হারে তহবিলে জমার সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃদ্ধিকরণের লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানের অনুদানের একটি অংশ প্রধানমন্ত্রী তহবিল জমা করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে– প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃদ্ধিকরণ ২০২২

সামাজিক দায়বদ্ধতা খাতে বরাদ্দ ২০২২ । ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রতি বছর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে বরাদ্দকৃত অর্থের ৫% হারে বর্ণিত তহবিলে অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটি মূলত প্রধানমন্ত্রী তহবিল শক্তিশালী বা বৃদ্ধিকরণের লক্ষ্যে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট । স্নাতক ও সমমান শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য আবেদন

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের তহবিল বৃদ্ধির লক্ষ্যে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রতি বছর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে বরাদ্দকৃত অর্থের ৫% হারে বর্ণিত তহবিলে অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিরবচ্ছিন্ন করার মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য উপযোগী মানব সম্পদ গঠনে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের এ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের আকার বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা বৃত্তি ২০২২

প্রতি বছর পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বর ভিত্তিক নিট মুনাফার (নিরীক্ষিত/অনিরীক্ষিত) ভিত্তিতে নির্ধারিত কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বাজেট হতে ৫% অর্থ সংশ্লিষ্ট বছরের ৩০ মে তারিখের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের ব্যাংক হিসাবে জমা করার নির্দেশনা প্রদান করা করা হয়েছে। এ সংক্রান্ত ব্যয় ১০ এপ্রিল ২০২২ তারিখের এসএফডি সার্কুলার লেটার নং-০১ এর মাধ্যমে জারিকৃত রিপোর্টিং ফরম্যাটের শিক্ষা খাতে প্রদর্শনের পরামর্শ দেয়া হয়েছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ২০২২ । ১০,০০০ টাকা পর্যন্ত ভর্তি সহায়তা নিয়ে নিন

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অভিপ্রায় অনুযায়ী ২০১২ সালে “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট” গঠন করা হয় । ট্রাস্ট ফান্ড থেকে স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, আর্থিক সহায়তা, অনুদান ও উচ্চ শিক্ষায় ফেলোশিপ প্রদান করা হয়।

ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সামাজিক নিরাপত্তা খাতের অর্থ হতে একটি অংশ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ট্রাস্ট ফান্ড থেকে স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, আর্থিক সহায়তা, অনুদান ও উচ্চ শিক্ষায় ফেলোশিপ প্রদান করা হয়।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে অনুদান প্রদান প্রসংগে

Caption: Circular about 5% 

উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলি ২০২২ । প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে বৃত্তি প্রাপ্তির যোগ্যতা

  • উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রী (পাস)/ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
  • নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে (ক্লাস) কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে (বাংলা/ইংরেজি) গণনা করা যেতে পারে।
  • উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।
  • অভিভাবক/পিতা-মাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ (দশমিক শূন্য পাঁচ) শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ (দশমিক পঁচাত্তর) শতাংশের কম জমি থাকতে হবে।

দরিদ্র ও মেধাবীর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা কত দেওয়া হয়?

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। এ লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২০ প্রণয়ন করা হয়। বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হয়েছে।

https://bdservicerules.info/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%86/

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *