Full DA Effective Order 2025 । প্রশিক্ষণের ২৬ দিনের পূর্ণ হারে ডি/এ মঞ্জুরীর বিধান কি?
একজন সরকারি কর্মচারী বিভিন্ন সময় ডি/এ পেয়ে থাকেন, প্রশিক্ষণ শেষে একজন কর্মচারীর ১০ দিনের বেশি দিনের পূর্ণ হারে ডি/এ পেতে নিয়োগকারী কর্তৃপক্ষের মঞ্জুরী আদেশ প্রয়োজন পড়ে-Full DA Effective Order 2025
আমরা জানি ১০ দিনের বেশি যদি ট্রেনিং টাইম হয় তবে প্রথম ১০ দিনের জন্য পূর্ন হারে ডি/এ , ২য় দশ দিনের জন্য ৩/৪ হারে ডি/এ পাবেন।
বিধিটি হচ্ছে: প্রশিক্ষণ ডিএ নির্ধারণের ক্ষেত্রে ৩০ দিন হলে প্রথম ১০ দিন পূর্ণ হারে ডিএ পাবেন এবং পরবর্তী২০ দিন সাধারণ হারের তিন চতুর্থাংশ হারে DA প্রাপ্য হবেন- FR এর SR-৭৩ বিধি।
কিন্তু নিয়োগকারী চাইলে ৭৩ নং বিধিটি শিথিল করে পূর্ণ হারে ডি/এ মঞ্জুরের আদেশ জারি করতে পারেন।
আজ এমনই একটি আদেশ আপনাদের কাছে উপস্থাপন করবো যেখানে বিএসআর, পার্ট ২ এর ৭৩ ধারা শিথিলসহ জনপ্রশাসন প্রশিক্ষণন নীতিমালা ১০ (১) ধারা অনুযায়ী প্রশিক্ষণার্থীগণকে ১৪/০২/২০২১ তারিখ হতে ১১/০৩/২০২১ তারিখ পর্যন্ত প্রশিক্ষণকালীন সময়ে পূর্ণহারে দৈনিক ভাতা প্রদানের মঞ্জুরী দেয়া হয়েছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ২৬ দিনের Basic Training on Broadcast Technology প্রশিক্ষণ কোর্সের ডি/এ মঞ্জুরীর আদেশ: ডাউনলোড
পূর্ণ হারে ডি/এ মঞ্জুরীর বিধান কি?
পূর্ণ হারে ডি/এ (ডেয়ার্ডনেস অ্যালাউন্স) মঞ্জুরীর ক্ষেত্রে, সাধারণত সরকারি কর্মচারীদের জন্য একটি নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। এই নিয়মাবলী অনুযায়ী, যদি কোনো কর্মচারী প্রশিক্ষণ বা অন্য কোনো কারণে নির্দিষ্ট সময়ের জন্য কর্মস্থল ত্যাগ করে, তবে তাকে সেই সময়ের জন্য ডি/এ মঞ্জুর করা হয়। সাধারণত, এই ধরনের ক্ষেত্রে, প্রথম কয়েক দিনের জন্য পূর্ণ হারে এবং পরবর্তী কিছু দিনের জন্য একটি হ্রাসকৃত হারে ডি/এ প্রদান করা হয়। তবে, সুনির্দিষ্ট নিয়মাবলী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেওয়া ভালো।
আসসালামুআলাইকুম। আমি ১০ম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা। বর্তমানে ঢাকায় কর্মরত আছি। আমি গত ০১/০২/২০১৮ খ্রি: চাকুরিতে যোগদান করেছি। চাকুরির শর্ত মোতবেক আমার বুনিয়াদি প্রশিক্ষন (১০৭ দিন) গত ২৮/০৫/২০২৪ থেকে ১২/০৯/২০২৪ খ্রি: পর্যন্ত চট্টগ্রামে সম্পন্ন হয়। আইবাসে টিএডিএ বিল সাবমিট করলে ১০৭*১১৩৭ হলেও মোট ডিএ দেখাচ্ছে ৪৫৫০০। আইন ও বিধির আলোকে বিষয়টি ঠিক আছে কিনা জানালে উপকৃত হতাম।
অনেক ধন্যবাদ।
হ্যাঁ। ডিএ ঠিক আছে। চট্টগ্রাম শহর অনুসারে ৩০% বেশি দিয়েছে।
কিন্তু স্যার, আইবাসে টিএডিএ বিল সাবমিট করলে প্রাপ্য ১০৭*১১৩৭ = ১২১৬৫৯ হলেও আ্মইবাসে ডিএ দেখাচ্ছে ৪৫৫০০।
এইটার কোন আইনগত ব্যাখ্যা জানা থাকলে। জানাবেন প্লিজ।
১০৭ দিনের পূর্ণ ডিএ পাবেন না। হিসাব এভাবে হবে -কোন প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ কাল যদি ৩০ দিন বা তার অধিক হয় তবে দৈনিক ভাতা সমহারে পাবেন না। প্রশিক্ষণ ডিএ নির্ধারণের ক্ষেত্রে ৩০ দিন হলে প্রথম ১০ দিন পূর্ণ হারে ডিএ পাবেন এবং পরবর্তী২০ দিন সাধারণ হারের তিন চতুর্থাংশ হারে DA প্রাপ্য হবেন- FR এর SR-৭৩ বিধি।
অসংখ্য ধন্যবাদ
জনপ্রশাসন প্রশিক্ষণন নীতিমালা ১০ (১) ধারার কপিটা অথবা পিডিএফ ফাইলটা যদি দিতেন তাহলে ভালো হতো।
জনপ্রশাসন প্রশিক্ষণন নীতিমালা ১০ (১) ধারাটা যদি সবার সাথে শেয়ার করতেন তাহলে ভালো হতো।
এখানে পাবেন https://mopa.gov.bd/sites/default/files/files/mopa.gov.bd/policies/4de0ced7_00b0_43b6_bca6_966570d2eb5d/ftru-2023-66.pdf
এখানে দেখুন https://mopa.gov.bd/sites/default/files/files/mopa.gov.bd/policies/4de0ced7_00b0_43b6_bca6_966570d2eb5d/ftru-2023-66.pdf