পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

প্রাইমারি পেনশন হিসাব ২০২৩ । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশন হিসাব কি ভিন্ন হয়?

সরকারি সকল প্রতিষ্ঠানের জন্য পেনশনের হিসাব একই হয়ে থাকে। পেনশন নির্ধারণের ক্ষেত্রে একই সূত্র বা পলিসি ব্যবহৃত হয়ে থাকে -প্রাইমারি পেনশন হিসাব ২০২৩

সরকারি প্রাইমারী বা প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারের রাজস্বখাতভূক্ত কর্মচারী হিসাবে শিক্ষকতা করছেন। তাই তারা সরকারের অন্যান্য কর্মচারীদের মতই পেনশন পাচ্ছেন। স্বশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলো পেনশনের আওতায় নেই। পিওর সরকারি বা রাজস্বখাতভূক্ত সকল প্রজাতন্ত্রের কর্মচারীগণ একই নিয়মে পেনশন প্রাপ্য হইবেন।  একজন সহকারী সেটেলমেন্ট অফিসার এর বেতন কত? চাকরি শেষে কত পেনশন ও অবসর ভাতা পান?

একজন প্রাইমারী সহকারী শিক্ষক কত টাকা গ্র্যাচুইটি বা আনুতোষিক পান?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক কত টাকা পেনশন ও এককালিন পেতে পারে তা নিয়ে অনেকেরই কৌতুহল রয়েছে। নিচে বিস্তারিত উল্লেখ করা হলো। ধরি, মো: নুরুল ইসলাম নামের একজন সহকারী শিক্ষক এর পেনশন ও আনুতোষিক নিম্নরুপ, যেখানে তার মুল বেতন ছিল ২০,৫৩০ টাকার মত।

  • এককালিন অর্থ/আনুতোষিক পেতে পারেন ২৪,৬৯,৮৫৫ টাকা মাত্র।
  • মাসিক পেনশন পেতে পারেন ৯,২৩৮.৫০ টাকা মাত্র।
  • মাসিক পেনশনের সাথে আরও পাবেন ১৫০০ টাকা চিকিৎসা ভাতা
  • সর্বমোট মাসিক পেনশন পাবেন ১০,৭৩৮.৫০ টাকা মাত্র।

মাসিক পেনশন নির্ধারণ করার নিয়ম ২০২৩ । প্রতি মাসে যে হারে পেনশন পাবেন

ক্যাপশন: মাসিক পেনশন বের করার নিয়ম বা সূত্র

এখন আমরা পেনশন ও আনুতোষিক হিসাব কিভাবে করে দেখে নিব

প্রথমে দেখে নিবেন ব্যাসিক কত টাকা? এখানে বেসিক ২০৫৩০ টাকা। এটিকে ৯০% করে নিন। ২০৫৩০*৯০% = ১৮৪৭৭ টাকা। এটিকে ২ দিয়ে ভাগ করুন ১৮৪৭৭/২ = ৯২৩৮  টাকা ৫০ পয়সা। অর্থাৎ তিনি প্রতি মাসে পেনশন পাবেন ৯২৩৮.৫০ টাকা +১৫০০ টাকা চিকিৎসা ভাতা সহ মোট = ১০,৭৩৮.৫০ পয়সা। অন্য দিকে এককালীন পাবেন ৯২৩৮.৫০*২৩০ (প্রতি এক টাকার জন্য) = ২৪,৬৯,৮৫৫ টাকা গ্র্যাচুইটি বা এককালীন। এছাড়া তিনি ১৮ মাসের মূল বেতন এককালীন পাবেন এবং তিনি জিপিএফ এ জমাকৃত অর্থ পাবেন। এছাড়াও কর্মচারী কল্যাণ বোর্ড হতে অন্যান্য সুবিধা পাবেন। বিনামূল্যে সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সুবিধা পাবেন। পেনশন প্রাপ্তির সহজীকরণ আদেশ জারি । পেনশন সহজীকরণ নীতিমালা ২০২০

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯: ডাউনলোড

সহকারী শিক্ষক এর পেনশন ও আনুতোষিকের পরিমান।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

3 thoughts on “প্রাইমারি পেনশন হিসাব ২০২৩ । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশন হিসাব কি ভিন্ন হয়?

  • পেনশনের জন্য যোগদানপত্র লাগে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *