১-৮-১৯৯২ তারিখের অস/অবি (প্রবি-২)/টি, এ,/ডি, এ-১৭/৮৫-৪০ নং স্মারক অনুযায়ী বদলীজনিত ভ্রমণের ক্ষেত্রে সরকারী কর্মচারী নিম্নোক্ত সুবিধাদি প্রাপ্য হইবে।
(ক) ট্রেন/স্টীমার/জাহাজে ভ্রমণ :
(১) নিজের জন্য সংশ্লিষ্ট কর্মচারী প্রাপ্য শ্রেণীর ৩ (তিনটি) ভাড়া পাইবেন।
(২) প্রকৃত ভাড়া প্রদান সাপেক্ষে, তাহার পরিবারের প্রত্যেক সহগামী প্রাপ্ত বয়স্ক সদস্যের জন্য একটি পূর্ণ ভাড়া এবং প্রত্যেক শিশুর জন্য ১/২ (অর্ধেক) ভাড়া পাইবেন।
(খ) সড়ক পথে ভ্রমণ :
(১) (ক) নিজ শ্ৰেণী অনুযায়ী তিনি যে হারে পথ ভাড়া ভাতা প্রাপ্য, সেই হারে তিনি একটি অতিরিক্ত পথ ভাড়া ভাতা পাইবেন।
(খ) যদি তাহার পরিবারের দুই জন সদস্য তাহার সহগামী হন, তাহা হইলে তিনি যে হারে পথ ভাড়া ভাতা প্রাপ্য, সেই হারে দ্বিতীয় অতিরিক্ত পথ ভাড়া ভাতা এবং দুইএর অধিক সদস্য তাহার সহগামী হইলে তৃতীয় একটি অতিরিক্ত পথ ভাড়া ভাতা পাইবেন।
(২) ট্রেন/স্টীমার/জাহাজের শ্রেণী সংখ্যা নিরূপনের ক্ষেত্রে শীততাপ নিয়ন্ত্রিত শ্ৰেণীকে প্রথম শ্রেণী হিসাবে গণ্য করিতে হইবে।
(৩) বদলী ও অন্যান্য ভ্রমণের ক্ষেত্রে প্রাপ্য ভাড়া হইতে কোনরূপ সারচার্জ কর্তন করা হইবে না।
(৪) আসন সংরক্ষণ, শীততাপ শ্রেণীর বিছানাপত্র ইত্যাদির জন্য বাধ্যতামূলকভাবে পরিশােধিত অর্থ তিনি প্রাপ্য।
(৫) বিমান টিকিটের ক্ষেত্রে পরিশােধিত যাবতীয় বিমান বন্দর ট্যাক্স/ফিস প্রাপ্য।
বদলীজনিত ভ্রমণের ক্ষেত্রে সরকারী কর্মচারীদের প্রাপ্য সুবিধাদি: ডাউনলোড