বন্যা কবলিত এলাকায় জরুরি প্রয়োজনে ফোন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত কমিটিও ও কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ২১টি হেল্প লাইনের মাধ্যমে সাধারণ জনগণকে সাহায্য করার সুযোগ তৈরি করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রশাসন-১ শাখা
নং-০৫.০০.০০০০.১১০.৯৯.০৭৩.২২-৬৩৮ তারিখ: – ২১ জুন ২০২২
অফিস আদেশ সম্প্রতি সিলেট, সুনামগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জেলা বন্যাকবলিত হয়েছে। উক্ত এলাকার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সাথে জরুরি প্রয়ােজনে যােগাযােগ/সমন্বয় সাধনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখাকে কন্ট্রোলরুম হিসেবে ঘােষণা করা হলাে (ভবন নং-৩, কক্ষ নং-১৩/খ, ই-মেইল: adminwelf@mopa.gov.bd ফোন: ৯৫৪৯৬২১, সেল নম্বর-০১৭৮৭০৪৯২৭৯) এবং নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারীগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত তারিখে কন্ট্রোলরুমের দায়িত্ব প্রদান করা হলােঃ
০২। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ মাঠপ্রশাসনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সাথে যােগাযােগ করে তথ্য সংগ্রহ এবং সমন্বয় করবেন। জরুরি প্রয়ােজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অধিশাখা) জনাব মােঃ আবুল হাছানাত হুমায়ুন কবীরকে (সেল নম্বর-০১৭১১-৮১৯৪৬৩) অবহিত করবেন।
০৩। উল্লিখিত কার্যক্রমের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখা সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত (ছুটির দিনসহ) খােলা থাকবে। উক্ত শাখার উপসচিব জনাব মােহাম্মদ রফিকুল করিম (০১৭৮৭০৪৯২৭৯) প্রতিদিনের দায়িত্বের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণকে অবহিত করবেন। জরুরি প্রয়ােজনে তিনি অতিরিক্ত সচিব (প্রশাসন অধিশাখা)-কে অবহিত করবেন।
০৪। উপসচিব, প্রশাসন-৪ শাখা ছুটির দিনে কল্যাণ শাখা খােলা রাখা, গাড়ি সরবরাহসহ সার্বিক সহযােগিতা প্রদান করেন।
(মাে: এনামুল হক)
উপসচিব(প্রশাসন-১)
ফোন: ৫৫১০০২১৬
adminint@mopa.gov.bd
বন্যা কবলিত এলাকায় জরুরি প্রয়োজনে যোগাযোগ/সমন্বয় কন্ট্রোলরুম ২০২২: ডাউনলোড