বিনা বেতনে ছুটি: বিনা বেতনে ছুটি সম্পর্কে বি,এস.আর -৩০৩ নং বিধিতে বলা হয়েছে পেনশান মঞ্জুরকারী কর্তৃপক্ষ ছুটি বিহীন অনুপস্থিতির কালকে ভূতাপেক্ষিকভাবে ভাতাদি বিহীন ছুটিতে রূপান্তরিত করতে পারিবেন।
ইহা ছাড়া বি.এস.আর ১৫৮ (২) নং বিধিতে বলা হয়েছে, প্রাপ্য ছুটি অতিরিক্ত সময় অনুপস্থিত থাকিলে এবং উক্ অতিরিক্ত সময় ছুটি বর্ধিত করা না হইলে, উক্ত সময়ের জন্য কোন ছুটিকালীন বেতন প্রাপ্য হইবেন না এবং উক্ত সময় উহা অর্ধ গড় বেতনে ছুটি হইলেও তাহার ছুটির হিসাব হইতে বাদ যাইবে।
এতদ্ব্যতীত বিনা বেতনে ছুটি সম্পর্কে আর কোন বিধান বর্ণিত নাই। বি.এস.আর. পার্ট-১ এর নং ৩০৩, ১৭৪ (৩) ও ১৯৫(২) বিধি একত্রে পড়িলে বুঝা যায়।
বিনা বেতনে ছুটি বলতে প্রকৃতপক্ষে অসাধারণ ছুটিকেই বুঝানো হইয়াছে। সুতরাং বিনা বেতনের ছুটির ক্ষেত্রে অসাধারণ ছুটির সকল নিয়ম কানুনই প্রযোজ্য।