বিনোদন ভাতা মঞ্জুরীর ক্ষেত্রে জ্যেষ্ঠতা কি পদ্ধতিতে নির্ধারিত হইবে? বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করত: সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে, বর্ণিত বিনোদন ভাতা মঞ্জুরীর বিষয়ে সরকারী কর্মচারীর জ্যেষ্ঠতা সরকারী চাকুরীতে তাহার যোগদানের তারিখ থেকে নির্ধারিত হইবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধান উইং, শাখা-২
নং: অর্থ:ম:/প্রবি-২/এল-১/(অংশ-১)/৭৮-৩১; তারিখ: ৩০-০৭-১৯৭৯ ইং
স্মারকলিপি
সম্প্রতি এই মর্মে সংশয় দেয়া গিয়াছে যে, ১৭-০৯-৭৯ ইং তারিখে S.R.O No. 61-L/79-MF/R-II/L-1/78-71 নং বিজ্ঞপ্তিতে বর্ণিত বিনোদন ভাতা মঞ্জুরীর ক্ষেত্রে জ্যেষ্ঠতা কি পদ্ধতিতে নির্ধারিত হইবে? বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করত: সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে, বর্ণিত বিনোদন ভাতা মঞ্জুরীর বিষয়ে সরকারী কর্মচারীর জ্যেষ্ঠতা সরকারী চাকুরীতে তাহার যোগদানের তারিখ থেকে নির্ধারিত হইবে। তবে, যে সমস্ত কর্মচারীর অবসর প্রস্তুতি ছুটি/চাকুরী থেকে অবসর গ্রহণ নিকটবর্তী তাঁহাদেরকে বিনোদন ভাতা মঞ্জুরীর ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করিতে হইবে।
(মো: সাইদুর রহমান
উপ-সচিব
বিনোদন ভাতা মঞ্জুরীর বিষয়ে কর্মচারীর জ্যেষ্ঠতা চাকুরীতে যোগদানের তারিখ থেকে নির্ধারিত হইবে: ডাউনলোড