জনাব মো: মনজুরুল হক (পরিচিত নং-১৪০৩), প্রাক্তন জেলা বীজ প্রত্যয়ন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সী, রংপুর এর অনুকুলে মুল বেতন ৭১২০০/- (একাত্তর হাজার দুইশত) টাকার ৯০% হিসেবে মোট পেনশন ৬৪,০৮০/- (চৌষট্টি হাজার আশি) টাকার ৫০% হিসেবে ৩২,০৪০/- (বত্রিশ হাজার চল্লিশ টাকা) মাসিক অবসর ভাতা এবং তাঁর নির্ধারিত আনুতোষিক ৭৩,৬৯,২০০/- (তিয়াত্তর লক্ষ উনসত্তর হাজার দুইশত) টাকা হতে সরকারি পাওনা ৫,৮৮০/- (পাঁচ হাজার আটশত আশি) টাকা কর্তন করে আনুতোষিক ৭৩,৬৩,৩২০/- (তিয়াত্তর লক্ষ তেষট্টি হাজার তিনশত বিশ) টাকার মঞ্জুরী আদেশ জারি করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি মন্ত্রণালয়
সম্প্রসারণ-১ অধিশাখা
www.moa.gov.bd
নং-১২.০০.০০০০.০৫৩.১৩.০৫১.১৯.৪৯৩; তারিখ: ০৭ অক্টোবর ২০২১
প্রাপক: ডিভিশনাল কন্ট্রোলার একাউন্টস
রংপুর।
বিষয়: জনাব মো: মনজুরুল হক (পরিচিত নং-১৪০৩), প্রাক্তন জেলা বীজ প্রত্যয়ন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সী, রংপুর এর অনুকুলে মাসিক অবসর ভাতা ও আনুতোষিক মঞ্জুর সংক্রান্ত।
জনাব মো: মনজুরুল হক (পরিচিত নং-১৪০৩), প্রাক্তন জেলা বীজ প্রত্যয়ন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সী, রংপুর এর অনুকুলে মাসিক অবসর ভাতা ও আনুতোষিক মঞ্জুরের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে প্রেরিত কাগজপত্রসমূহ নিম্নরূপ:-
০২। জনাব মো: মনজুরুল হক (পরিচিত নং-১৪০৩), প্রাক্তন জেলা বীজ প্রত্যয়ন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সী, রংপুর এর অনুকুলে মুল বেতন ৭১২০০/- (একাত্তর হাজার দুইশত) টাকার ৯০% হিসেবে মোট পেনশন ৬৪,০৮০/- (চৌষট্টি হাজার আশি) টাকার ৫০% হিসেবে ৩২,০৪০/- (বত্রিশ হাজার চল্লিশ টাকা) মাসিক অবসর ভাতা এবং তাঁর নির্ধারিত আনুতোষিক ৭৩,৬৯,২০০/- (তিয়াত্তর লক্ষ উনসত্তর হাজার দুইশত) টাকা হতে সরকারি পাওনা ৫,৮৮০/- (পাঁচ হাজার আটশত আশি) টাকা কর্তন করে আনুতোষিক ৭৩,৬৩,৩২০/- (তিয়াত্তর লক্ষ তেষট্টি হাজার তিনশত বিশ) টাকা নির্দেশক্রমে মঞ্জুরপূর্বক উপরোক্ত কাগজপত্র পরবর্তী কার্যক্রম গ্রহণের নিমিত্ত এসাথে প্রেরণ করা হলো।
(মোসাম্মৎ জোহরা খাতুন)
উপসচিব
ফোন: ৯৫৪০০৪০
একজন বিসিএস কর্মকর্তা চাকরি শেষে কত টাকা গ্র্যাচুইটি ও পেনশন পান তার প্রমানক: ডাউনলোড
বর্তমানে একজন জেলা বীজ প্রত্যয়ন অফিসারের বেতন গ্রেড কত?
কোন পদবী থেকে শুরু করে কি কি প্রমোশন পেয়ে জেলা বীজ প্রত্যয়ন অফিসার হওয়া যায়?
৯ম গ্রেড-বিসিএস। জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড অনুযায়ী মূল বেতন ২২ হাজার টাকা। কর্মস্থল অনুযায়ী বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে মাসিক ৩৫-৩৭ হাজার টাকা
যদি ৯ম গ্রেড হয় তাহলে উনার চাকরি শেষে মূল বেতন হওয়ার কথা ৫৩০৬০ টাকা।
আপনারা হিসেব করলেন মূলবেতন ৭১২০০ টাকা যা ৪র্থ গ্রেডের শেষ মূল বেতন।
এর কারন কি? ব্যাখ্যা করলে খুশি হবো।
নবম গ্রেড কেউ যোগদান করলে এরপর সিনিয়র স্কেলে ৬ষ্ঠ গ্রেডে চলে যায়।