২০১৩ ও ২০১৪ সালে জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর সূত্রমূলে প্রকাশিত অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা, ২০১৩ এর বিধি ৪ এর অধীন নিয়ােগপ্রাপ্ত শিক্ষকগণের প্রারম্ভিক বেতন নির্ধারণসহ জাতীয় বেতনস্কেল, ২০০৯ অনুসারে প্রাপ্য বেতন ও ভাতাদি নিম্নবর্ণিত নীতির ভিত্তিতে প্রদানে সরকারের মঞ্জুরী জ্ঞাপন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০
বিদ্যালয়-১ অধিশাখা
নং-৩৮.০০৭.০১৫,০০০,০৩.০০.২০১৩-৬৪৫ তারিখঃ ২১ জানুয়ারি ২০১৪
প্রেরক:
উপ-সচিব (বিদ্যালয়)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
প্রাপক:
প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সচিবালয় ভবন ৩য় ফেজ (৫ম তলা), সেগুন বাগিচা, ঢাকা।
বিষয়ঃ ২০১৩ ও ২০১৪ সালে জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণ ও সরকারি বেতন স্কেল অনুসারে প্রাপ্য আর্থিক সুবিধাদি মঞ্জুরী প্রসঙ্গে।
সূত্র: ১। ৩৮.০০৭.০১৫,০০০.০১.০০.২০১১-৪৪; তারিখ: ১৭ জানুয়ারি ২০১৩
২। এস, আর, ও নং-৩১৫-আইন/২০১৩; তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০১৩
মহােদয়,
নিম্নস্বাক্ষরকারী আদিষ্ট হইয়া উপযুক্ত বিষয়ে ১ নম্বর সূত্রমূলে জ্ঞাপিত সরকারি সিদ্ধান্ত অনুসারে ২০১৩ ও ২০১৪ সালে জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর সূত্রমূলে প্রকাশিত অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা, ২০১৩ এর বিধি ৪ এর অধীন নিয়ােগপ্রাপ্ত শিক্ষকগণের প্রারম্ভিক বেতন নির্ধারণসহ জাতীয় বেতনস্কেল, ২০০৯ অনুসারে প্রাপ্য বেতন ও ভাতাদি নিম্নবর্ণিত নীতির ভিত্তিতে প্রদানে সরকারের মঞ্জুরী জ্ঞাপন করিতেছি:
(ক) অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা, ২০১৩ এর বিধি ৪ এর অধীন নিয়ােগপ্রাপ্ত শিক্ষকগণ নিয়ােগপ্রাপ্তির তারিখ হইতে জাতীয় বেতনস্কেল, ২০০৯ এর অধীন নিম্নবর্ণিত গ্রেডে অন্তর্ভূক্ত হইবেন:
পদবী | যোগ্যতার ধরণ (প্রশিক্ষণপ্রাপ্ত/প্রশিক্ষণবিহীন) | গ্রেড ও বেতনস্কেল |
প্রধান শিক্ষক | প্রশিক্ষণপ্রাপ্ত | ১৩শ গ্রেড: টাকা ৫৫০০-৩৪৫×৭-৭৯১৫-ইবি-৩৮০x১১-১২০৯৫ |
প্রশিক্ষণবিহীন | ১৪শ গ্রেড: টাকা ৫২০০-৩২০x৭-৭৪৪০-ইবি-৩৪৫x১১-১১২৩৫ | |
সহকারী শিক্ষক | প্রশিক্ষণপ্রাপ্ত | ১৫শ গ্রেড: টাকা ৪৯০০-২৯০x৭-৬৯৩০-ইবি-৩২০x১১-১০৪৫০ |
প্রশিক্ষণবিহীন | ১৬শ গ্রেড: টাকা ৪৭০০-২৬৫x৭-৬৫৫৫-ইবি-২৯০x১১-৯৭৪৫।
|
খ) ০১ জানুয়ারি ২০১৩ তারিখে নিয়ােগপ্রাপ্ত শিক্ষকগণ প্রারম্ভিক বেতন নির্ধারণের ক্ষেত্রে বিধি অনুযায়ী নিধারিত কার্যকর। চাকুরিকালের ভিত্তিতে প্রতি চার বৎসর কার্যকর চাকুরিকাল অথবা ইহার খন্ডাংশের জন্য একটি করিয়া ইনক্রিমেন্ট বা বাৎসরিক বেতন বৃদ্দির সুবিধা পাইবেন। তবে এইরূপ ইনক্রিমেন্ট বা বাৎসরিক বেতন বৃদ্ধির সংখ্যা সাকুল্যে তিনটির বেশী হইবে না।
গ) ০১ জুলাই ২০১৩ তারিখে বা পরবতীতে নিয়ােগপ্রাপ্ত শিক্ষকগণের বেতন উপরের (ক) দফায় বর্ণিত গ্রেড বা স্কেলের প্রারম্ভিক ধাপে নিধারিত হইবে।
ঘ) বেতন নির্ধারণের পর পদবী ও নিয়ােগের তারিখ নির্বিশেষে শিক্ষকগণের সংশ্লিষ্ট গ্রেড বা স্কেলের ভিত্তিতে প্রাপ্য বেতন ও ভাতাদি নিম্নবর্ণিত হারে প্রদেয় হইবেঃ
অর্থবছর | প্রাপ্য সুবিধা |
২০১২-২০১৩ | পূর্ণ বেতন, পূর্ণ চিকিৎসা ভাতা, পূর্ণ টিফিন ভাতা ও বছরে ০১টি উৎসব ভাতা |
২০১৩-২০১৪ | পূর্ববর্তী অর্থবছরে প্রদত্ত সুবিধাসহ পূর্ণ শিক্ষা সহায়ক ভাতা, অবশিষ্ট ০১টি উৎসব ভাতা ও বাড়ী ভাড়া ভাতার ২০% |
২০১৪-২০১৫ | পুর্ববর্তী অর্থবছরে প্রদত্ত সুবিধাসহ বাড়ী ভাড়া ভাতার অবশিষ্ট ৮০% |
০২। ইহাতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি রহিয়াছে (স্মারক নম্বর-০৭.১৫৩,০১৫.০৩.০০.০০৩.২০১২-৬৩৫ তারিখ: ২৭.০৯.২০১২ ইং)।
আপনার বিশ্বস্ত,
(মােহাম্মদ আবুল কালাম)
উপ-সচিব
ফোনঃ ৯৫১১০৭৩
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণ ও আর্থিক সুবিধাদি ২০১৪ : ডাউনলোড