সরকারি দপ্তরে কর্মরত মোটর গাড়ি চালক গণ উচ্চতর গ্রেড প্রাপ্য হন। এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করত দপ্তর/অধিদপ্তর প্রধান বরাবর মঞ্জুরি প্রাপ্তির জন্য আবেদন করতে হয়।
বাংলাদেশ বেতারে ভারী লাইন্সেধারী গাড়ী চালকদের উচ্চতর গ্রেড মঞ্জুর করা হয়েছে। ইতোমধ্যে তারা উচ্চতর গ্রেডে বেতন উত্তোলন করছে।
কারা এ উচ্চতর গ্রেডের জন্য আবেদন করতে পারে:
গাড়ী চালক সাধারণত দু’রকমের হয়ে থাকে ১। লাইট লাইসেন্সধারী ২। ভারী লাইসেন্সধারী। ভারী গাড়ি চালানোর লাইসেন্সধারী ড্রাইভারগণ উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তি প্রাপ্তির জন্য আবেদন করতে পারেন।
কোন গ্রেড থেকে কোন গ্রেডে যাওয়া যায়?
মোটর গাড়ি চালক সাধারণত ১৬ তম গ্রেডে নিয়োগ প্রদান করা হয়। ভারী লাইসেন্স ধারীগণ চাকরি স্থায়ী হওয়ার পরই উচ্চতর গ্রেডে অর্থাৎ ১৫ তম গ্রেডে বেতন প্রাপ্তি জন্য আবেদন করতে পারেন।
ভারী লাইসেন্সধারী মোটর গাড়ী চালক গণ উচ্চতর গ্রেড পেয়েছেন এ সংক্রান্ত আদেশ সংগ্রহ করতে পারেন: ডাউনলোড
আরও দেখুন:
- উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্তির আদেশ।
- উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বেতন কমে যেভাবে।
- ১০/১৬ বৎসর পূর্তিতে উচ্চতর গ্রেড বাস্তবায়ন স্থগিত, অদ্যবধি বলবৎ।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে ডিপিসি বা নিয়োগকারী কর্তৃপক্ষের অফিস আদেশ লাগবে।
- উচ্চতর গ্রেড স্পষ্টিকরণ পে স্কেল ২০১৫
- চাকরি ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড (৪র্থ গ্রেড) মঞ্জুরের বিষয়ে মতামত।
- ব্যাটালিয়ন আনসার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণ।
- প্রশাসনিক কর্মকর্তা পদটি এখন দশম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে।
- কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ প্রদান করা হয়েছে (ছকসহ)
- উন্নীত স্কেলে টাইমস্কেল গণনা করে মূল বেতন নির্ধারণ হবে।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্যতার সম্মতিপত্র।
- উন্নীত স্কেলে সমমানের ধাপ না থাকলে নিম্ন ধাপে বেতন নির্ধারণ।
- যে আদেশ বলে উচ্চতর গ্রেড নেয়া যেতে পারে।
- উচ্চতর গ্রেড পেয়ে জুনিয়র সিনিয়র এর থেকে বেশি বেতন পাচ্ছে।
- কর্মচারী উচ্চতর স্কেল পেয়ে ৯ম গ্রেডে বেতন পেলেও যাতায়াত ও টিফিন ভাতা পাবেন।
- বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরী এখনও হচ্ছে।
- কৃষি ডিপ্লোমাধারী উপ সহকারী কৃষি কর্মকর্তা এখন ১০তম গ্রেডে উন্নীত।
- বকেয়া টাইম স্কেল এখনও মঞ্জুর করা হচ্ছে।
- গাড়ি চালকগণ এখনও উচ্চতর গ্রেড পাচ্ছেন।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর হচ্ছে।
গাড়ীচালকগণ (ভারী লাইসেন্সধারী) ১৬ তম গ্রেড হইতে ১৫ তম গ্রেডে উচ্চতর গ্রেড পাওয়ার পর নিয়ম অনুযায়ী ১০ বছর পূতির্তে কি সে ১ম উচ্চতর গ্রেড পাইবে কি?
ভারী লাইসেন্স এর উচ্চতর গ্রেড তো যোগদানের তারিখ হতে প্রাপ্য বা যে তারিখে ভারী লাইসেন্স কার্যকর হয়েছে সেই তারিখ হতে প্রাপ্য।
Sir,
আসলে আমি আমার প্রশ্নটি সঠিকভাবে উপস্থাপন করিতে পারি নাই। সেই জন্য স্যার আমি ক্ষমাপ্রার্থী। আসলে আমার প্রশ্নটি ছিল গাড়ীচালকগণ তাহাদের ভারী লাইসেন্স থাকিবার কারনে ১৬ তম গ্রেড হইতে ১৫ তম গ্রেডে উচ্চতর গ্রেড পাইল। ইহা কি ভারী লাইসেন্স থাকিবার কারনে টেকনিক্যাল হ্যান্ড হিসাবে উচ্চতর পাইল না কি ১ম উচ্চতর গ্রেড হিসাবে কাউন্ট হইবে?
১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড নয়। এটি মূলত চাকরির শুরুতেও কেউ উচ্চতর গ্রেড পেতে পারে যদি ভারী গাড়ির লাইসেন্স থাকে।
অর্থ মন্ত্রণালয়ের আদেশ টা বুঝা যাচ্ছে না ক্লিয়ার কপি টা দেওয়া যাবে???
এখানে নম্বরটি দেয়া আছে। আদেশের কপি সংগ্রহে নাই।
আমি বিগত-২৯/০১/২০০৯ ইং তারিখে কম্পিউটার অপারেটর পদে ৫৫০০-১২১৫৫ তে যোগদান করি। ইহারপর আমি বিগত-১৭/০৮/১০ ইং তারিখে বিধিমোতাবেক বিভাগীয় পরীক্ষায় উত্তির্ন সাপেক্ষে ৬৪০০-১৪২৫৫’তে বেতন নির্ধারন হয়। এর পরিপ্রেক্ষিতে আমি কি চাকুরী ১০ বছর পুর্তিতে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্য হইব। বিষয়টি জানাইলে আমি উপকৃত হইব।
ধন্যবাদান্তে,
মোঃ হযরত আলী
২০১০ সাল হতে হিসাব করে ১ম উচ্চতর গ্রেড পাবেন।