সরকারি প্রতিষ্ঠানে উপযোগী যানবাহন বিনামূল্যে হস্তান্তর।
বর্তমানে মন্ত্রণালয়/বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংযুক্ত দপ্তর/পরিদপ্তরের মোটরযান, নৌ-যান, কম্পিউটার ও অফিসে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি অকেজো ঘোষণাকরণ ও নিষ্পত্তির লক্ষ্যে প্রণীত বিদ্যমান নীতিমালা অনুযায়ী অকেজো/স্ক্র্যাপ ঘোষিত যানবাহসমূহ নিলাম/নিষ্পত্তি করা হচ্ছে। কিছু সংখ্যক পুরাতন, সীমিত যাত্রায় ব্যবহার উপযোগী কিন্তু আর্থিক ভাবে অলাভজনক ও জীবনকাল (Life time) উত্তীর্ণ যানবাহন বিভিন্ন সরকারি সংস্থা বিআরটিসি, বিএমইটি, কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম ব্যবহারের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি তথা মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে বা অন্যান্য আবশ্যকীয় কারণে বিভিন্ন সংস্থায় বিনামূল্যে হস্তান্তর করা হচ্ছে।
০২। এমতাবস্থায়, সরকারি যানবাহন অধিদপ্তরের পুরাতন, সীমিত যাত্রায় ব্যবহার উপযোগী কিন্তু আর্থিকভাবে অলাভজনক ও জীবনকাল (life time) উত্তীর্ণ যানবাহন অন্য সরকারি সংস্থায় বিনামূল্যে হস্তান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্ত নিম্নবর্ণিত ব্যবস্থাদি গ্রহণ করতে হবে;
(ক) পুরাতন, সীমিত যাত্রায় ব্যবহার উপযোগী কিন্তু আর্থিকভাবে অলাভজনক ও জীবনকাল (life time) উত্তীর্ণ যানবাহন মেরামত ও সংস্কারপূর্বক প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে সীমিত ব্যবহার উপযোগী এরূপ যানবাহন প্রাপ্তির অনুরোধপত্র প্রাপ্তির পর আর্থিকভাবে অলাভজনক ও জীবনকাল (life time) উত্তীর্ণ যানবাহনের সংখ্যা ইত্যাদি বিবেচনায় রেখে সেগুলো হস্তান্তর করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
- সামাজিক নিরাপত্তা ভাতার নিয়ে জরুরি বিজ্ঞপ্তি ২০২৫ । ভাতার টাকা পেতে ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে NID-নিবন্ধিত সিম বাধ্যতামূলক?
- ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: শুক্র-শনিবারে কাটছে ৯ দিন, লম্বা ছুটি কবে?
- Celebrate the Month of Love with Exclusive Bonuses at TK999APPS — Special Promotions for Bangladeshi Players
- সরকারি ক্রয় কার্যক্রমে বড় সংস্কার ২০২৫ । ই-জিপি-তে ডকুমেন্ট দাখিল বাধ্যতামূলক, সরলীকরণ হলো টু-স্টেজ টেন্ডার প্রক্রিয়া?
- রিয়েল এস্টেট ক্রেতাদের জন্য সুখবর ২০২৫ । জমি হস্তান্তর ও নামজারিতে অতিরিক্ত ফি নেওয়া নিষিদ্ধ করলো সরকার?
(খ) সরকারি যানবাহন অধিদপ্তর হতে পুরাতন, সীমিত যাত্রায় ব্যবহার উপযোগী কিন্তু আর্থিকভাবে অলাভজনক ও জীবনকাল (Life time) উত্তীর্ণ যানবাহন হস্তান্তরের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী/মন্ত্রীর অনুমোদন গ্রহণ করতে হবে;
(গ) মাননীয় প্রতিমন্ত্রী/মন্ত্রীর হস্তান্তর সংক্রান্ত প্রস্তাবনার অনুমোদিত শর্তসমূহের আলোকে সরকারি যানবাহন অধিদপ্তর এবং প্রত্যাশী সরকারি সংস্থা/প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (Memorandum of Understanding) সম্পাদন করতে হবে;
(ঘ) সরকারি যানবাহন অধিদপ্তর প্রত্যাশী সরকারি সংস্থা/প্রতিষ্ঠানের নিকট পুরাতন, সীমিত যাত্রায় ব্যবহার উপযোগী কিন্তু আর্থিকভাবে অলাভজনক ও জীবনকাল উত্তীর্ণ যানবাহন বিনামূল্যে হস্তান্তর করবে।
সরকারি যানবাহন অধিদপ্তরের পুরাতন, সীমিত যাত্রায় ব্যবহার উপযোগী কিন্তু আর্থিকভাবে অলাভজনক ও জীবনকাল (life time) উত্তীর্ণ যানবাহন অন্য সরকারি সংস্থায় বিনামূল্যে হস্তান্তর সংক্রান্ত পরিপত্র সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড



