নিম্নোক্ত কারণে স্ত্রী আনুতোষিক /পেনশন প্রাপ্তিতে বঞ্চিত হইতে পারে- (ক) স্মারক নং ২৫৬৬(৪০)-এফ, তারিখ: ১৬ এপ্রিল, ১৯৫৯ এর সেকশন-১ এর ৩ নং অনুচ্ছেদ এবং সংযুক্ত ফরম “এ” ও “বি” এবং পেনশন সহজীকরণ নীতিমালা মোতাবেক চাকরিজীবী স্বামী স্ত্রীকে ব্যতীত পরিবারের অন্যান্য এক বা একাধিক সদস্যের অনুকুলে আনুতোষিক ও পেনশনের সম্পূর্ণ অংশের জন্য মনোনয়ন প্রদান করিয়া থাকিলে। পেনশন সহজীকরণ আদেশ ২০২০ । পেনশন সহজীকরণ নীতিমালা PDF । পেনশন বিধিমালা ২০২৩
(খ) পুনর্বিবাহ করিলে পেনশন প্রাপ্তিতে বঞ্চিত হইবেন।
(গ) স্বামীর হত্যাকারী হিসাবে প্রমাণিত হইলে। কারণ বিদ্যমান পারস্যনাল ল’ অনুসারে হত্যাকারী নিহত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার হয় না। চাকরি সংক্রান্ত কোন বিধিতে এইরূপ বিধান না থাকিলেও পারস্যনাল ল’ এর বিধান এইক্ষেত্রে অনুসরণীয়। পেনশন ফরম ও পেনশন আইন, পদ্ধতি/বিধিমালা।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: স্বামীকে হত্যা করলে পেনশন পাওয়া যাবে না?
- উত্তর: না।
- প্রশ্ন: দ্বিতীয় বিয়ে করলে কি পেনশন পাওয়া যাবে না?
- উত্তর: না।
Pension Book PDF File । পেনশন বিধিমালা PDF ডাউনলোড করুন