সরকারি কর্মচারীগণ বিভিন্ন প্রয়োজনে তার জমাকৃত সাধারণ ভবিষ্য তহবিল হতে (জিপিএফ) অগ্রীম বা ঋণ গ্রহণ করে থাকে। যা ফেরৎযোগ্য বা অফেরৎযোগ্য হতে পারে। কর্মচারীর বয়স ৫২ বছর হয়ে থাকলে অফেরৎযোগ্য অগ্রিম গ্রহণ করা যাবে অন্যথায় অবশ্যই ফেরৎযোগ্য অগ্রীম নিতে হবে। নিচের জমাকৃত নিচের তহবিল হতে অর্থ উত্তোলন করলেও বয়স ৫২ বছর পূর্ণ না হলে কোন ক্রমেই অফেরৎযোগ্য অগ্রীম গ্রহণ করা যাবে না।
শুধুমাত্র নিম্নোক্ত উদ্দেশ্যে অগ্রিম মঞ্জুর করা যাবে-
(ক) আবেদনকারীর বা তাঁর উপর নির্ভরশীল ব্যক্তির দীর্ঘ দিনের অসুস্থ্যতার জন্য এবং চিকিৎসা বা শিক্ষার জন্য বিদেশ গমনের ব্যয় নির্বাহের জন্য,
- একাধিক স্ত্রীর ক্ষেত্রে পারিবারিক পেনশনের নিয়ম ২০২৫ । দ্বিতীয় ঘরে যদি স্ত্রী না থেকে সন্তান থাকে তবে তারা কি অংশ পাবে?
- Police Verification করার নিয়ম ২০২৫ । সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন ফরম কোথায় পাবে?
- Govt. Wealth Statement Form 2025 । সম্পদ বিবরণী কত তারিখের মধ্যে দাখিল করতে হবে?
- আর্থিক ক্ষমতা অর্পণ ফর্ম ২০২৫ । আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলনে ক্ষমতা অর্পণ ও অভিভাবক মনোনয়ণ প্রত্যয়নপত্র?
- মাতৃত্বকালীন ভাতা ২০২৫-২০২৬ । মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন পদ্ধতি দেখুন
(খ) বিবাহ, অন্তেষ্টিক্রিয়া অথবা ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানাদিতে অবশ্য পালনীয় ব্যয় নির্বাহের জন্য;
(গ) জীবন বীমার প্রিমিয়াম প্রদানের জন্য;
(ঘ) গৃহ নির্মানের উদ্দেশ্যে জমি ক্রয় বা গৃহ নির্মাণ বা গৃহ মেরামতের বা এসব উদ্দেশ্যে গৃহীত ঋণ পরিশোধের জন্য;
(ঙ) প্রথমবার হজ্জ পালনের ব্যয় নির্বাহের জন্য এবং (চ) চাঁদাদাতার স্ত্রীর অনুসুলকৃত মোহরানার দাবী পরিশোধের জন্য।
[বিধি-১৩ (২), জিপিএফ বিধিমালা, ১৯৭৯)
GPF Slip Check Now by CAFOPFM । নতুন নিয়মে জিপিএফ চেক করুন এখনই