পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মটচারীদের জন্য পেনশন স্কীম প্রবর্তন।

বিভিন্ন জাতের উচ্চফলনশীল বীজ উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অবদান এবং প্রতিষ্ঠানের নিজস্ব আয় বিবেচনা নিয়ে পেনশন প্রবর্তন সংক্রান্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ধান গভেষণা ইনস্টিটিউটের (BRRI) সাংগঠনিক কাঠামোভূক্ত নিজস্ব কর্মচারীদের জন্য পেনশন স্কীম প্রবর্তনের নিম্নবর্ণিত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-২ শাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১২৭.০০.০১৪.১৯.৬০; তারিখ: ১৫ মার্চ ২০২১

বিষয় : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মটচারীদের জন্য পেনশন স্কীম প্রবর্তন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জাতের উচ্চফলনশীল বীজ উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অবদান এবং প্রতিষ্ঠানের নিজস্ব আয় বিবেচনা নিয়ে পেনশন প্রবর্তন সংক্রান্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ধান গভেষণা ইনস্টিটিউটের (BRRI) সাংগঠনিক কাঠামোভূক্ত নিজস্ব কর্মচারীদের জন্য পেনশন স্কীম প্রবর্তনের নিম্নবর্ণিত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো:

শর্তাবলী: 

ক) ২০২০-২০২১ অর্থ বছর হতে প্রস্তাবিত পেনশন স্কীম চালু করা যেতে পারে;

খ) BRRI’র বার্ষিক নিজস্ব আয় ও পেনশন ফান্ডে বিনিয়োগকৃত অর্থের মুনাফা থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীগণের পেনশন খাতের ব্যয় নির্বাহ করতে হবে। পেনশন বাবদ বার্ষিক ন্যূনতম ৫০% BRRI’এর নিজস্ব রাজস্ব আয় হতে নির্বাহ করতে হবে; প্রতিবছর কমপক্ষে উক্ত পরিমাণ অর্থ পেনশন ফান্ডে স্থানান্তর করতে হবে; এবং ভবিষ্যতে এ হার ১০০% এ উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করতে হবে।

গ) প্রতি বছর BRRI’র নিজস্ব আয় ও পেনশন ফান্ডে বিনিয়োগকৃত অর্থের মুনাফার হিসাব প্রতি অর্থ বছরে বাজেট বরাদ্দকালে অর্থ বিভাগে দাখিল করতে হবে;

ঘ) বর্তমান সিপিএফ-এ BRRI’র কন্ট্রিবিউশন বাবদ প্রদানকৃত অংশ প্রত্যাহারক্রমে প্রস্তাবিত পেনশণ ফান্ডে জমা করত হবে;

ঙ) কর্মচারীদের সিপিএফ বাবদ জমাকৃত অর্থ জিপিএফ হিসাবে রূপান্তর করতে হবে;

চ) BRRI’ র প্রস্তাবিত পেনশন স্কীমের জিপিএফ এর মুনাফা প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত আদেশ অনুসরণ করতে হবে;

ছ) অর্থ বিভাগের সম্মতিক্রমে BRRI’র জন্য প্রস্তাবিত পেনশন বিধিমালা চূড়ান্ত করতে হবে;

জ) BRRI’র কর্মচারীদের চাকরি ও পেনশন সুবিধা প্রদানের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধি বিধান অনুসরণ করতে হবে এবং অতিরিক্ত কোন সুবিধা প্রদান করা যাবে না;

ঝ) তথ্য প্রযুক্তি ও নেটওয়ার্কি ব্যবহার করে BRRI’র আয় বৃদ্ধি ও দৈনন্দিন ব্যয় (অপ্রয়োজনীয় জনবল ক্রমান্বয়ে হ্রাস সহ) হ্রাস করার জন্য Restructuring সংক্রান্ত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে এবং হিসাবের স্বচ্ছাতা বৃদ্ধি লক্ষে্য BRRI কে iBAS++ এ সংযুক্ত করতে হবে;

ঞ) প্রয়োজনের অতিরক্ত জনবল নিয়োগ করা যাবে না;

ট) সরকারি বিধি বিধান অনুসারে কোন অতিরিক্ত সুবিধা দাবি করা যাবে না, এবং

ঠ) এ বিষয়ে প্রচলিত যাবতীয় বিধি বিধান/ আনুষ্ঠানিকতা অবশ্যই পালন করতে হবে।

(ড. সফিকুল ইসলাম)

উপ-সচিব

ফোন: ৯৫৬৭০৬১

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মটচারীদের জন্য পেনশন স্কীম প্রবর্তন: ডাউনলোড

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পেনশন ও গ্র্যাচুইটির হিসাব।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মাসিক পেনশনের আওতায় নেই।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *